১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হু এর  পাঠানো তথ্য যথেষ্ট নয়, এখনই দোষী বলা যাবেনা মেডেন ফার্মাকে, কাফসিরাপ কান্ডে নিজেদের অবস্থান জানালো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া

 

 

আরও পড়ুন: তথ্য গোপন করা এবং জালিয়াতির অভিযোগ উঠল ত্রিপুরার শ্রমমন্ত্রীর বিরুদ্ধে  

 

আরও পড়ুন: লাভ জিহাদ নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রীর তথ্যকে ভুল আখ্যা দিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক

পুবের কলম ওয়েবডেস্ক: হরিয়ানার সোনেপতের কাফসিরাপ প্রস্তুতকারী সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যালসকে দোষি  সাব্যস্ত করার জন্য হু এর পাঠানো তথ্য যথেষ্ট নয়। এমনটাই জানালো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার। বিশ্বস্বাস্থ্য সংস্থা পর্যাপ্ত তথ্য না দেওয়ার জন্যই তদন্তে গতি আসছেনা। এমনটাই জানিয়েছে ডিজিসিআই।

আরও পড়ুন: কোন যুক্তিতে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়?  তথ্য পেশ করতে নারাজ গুজরাত সরকার

১৩ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে হরিয়ানার ওই কাফ সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত কতটা এগিয়েছে জানতে চাওয়া হয়। তার উত্তরেই শনিবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রধান ভিজি সোমানি জানান, গাম্বিয়ার ৬৬ জন শিশুর মৃত্যুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বিস্তারিত তথ্য দেয়নি। ফলে এগোনো যাচ্ছে না তদন্ত।

 

আফ্রিকার দেশ গাম্বিয়ায় কাফসিরাপ খেয়ে৬৬ টি শিশুর  মৃত্যুর পরেই হরিয়ানার মেডেন ফার্মাসিউটিক্যালসে   প্রস্তুত চারটি কাফ সিরাপের দিকে অভিযোগের আঙুল উঠতে থাকে।

ভিজি সোমানি আরও জানিয়েছেন টেকনিক্যাল এক্সপার্ট দল গঠন করা হয়েছে। যারা হু এর পাঠানো সমস্ত তথ্য ও রিপোর্ট খতিয়ে দেখছেন। কিন্তু এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে  কোনভাবেই একটি ওষুধ প্রস্থুতকারক সংস্থাকে এইভাবে কাঠগড়ায় তোলা যায়না।

সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হু এর  পাঠানো তথ্য যথেষ্ট নয়, এখনই দোষী বলা যাবেনা মেডেন ফার্মাকে, কাফসিরাপ কান্ডে নিজেদের অবস্থান জানালো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: তথ্য গোপন করা এবং জালিয়াতির অভিযোগ উঠল ত্রিপুরার শ্রমমন্ত্রীর বিরুদ্ধে  

 

আরও পড়ুন: লাভ জিহাদ নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রীর তথ্যকে ভুল আখ্যা দিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক

পুবের কলম ওয়েবডেস্ক: হরিয়ানার সোনেপতের কাফসিরাপ প্রস্তুতকারী সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যালসকে দোষি  সাব্যস্ত করার জন্য হু এর পাঠানো তথ্য যথেষ্ট নয়। এমনটাই জানালো ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার। বিশ্বস্বাস্থ্য সংস্থা পর্যাপ্ত তথ্য না দেওয়ার জন্যই তদন্তে গতি আসছেনা। এমনটাই জানিয়েছে ডিজিসিআই।

আরও পড়ুন: কোন যুক্তিতে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়?  তথ্য পেশ করতে নারাজ গুজরাত সরকার

১৩ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে হরিয়ানার ওই কাফ সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত কতটা এগিয়েছে জানতে চাওয়া হয়। তার উত্তরেই শনিবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রধান ভিজি সোমানি জানান, গাম্বিয়ার ৬৬ জন শিশুর মৃত্যুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বিস্তারিত তথ্য দেয়নি। ফলে এগোনো যাচ্ছে না তদন্ত।

 

আফ্রিকার দেশ গাম্বিয়ায় কাফসিরাপ খেয়ে৬৬ টি শিশুর  মৃত্যুর পরেই হরিয়ানার মেডেন ফার্মাসিউটিক্যালসে   প্রস্তুত চারটি কাফ সিরাপের দিকে অভিযোগের আঙুল উঠতে থাকে।

ভিজি সোমানি আরও জানিয়েছেন টেকনিক্যাল এক্সপার্ট দল গঠন করা হয়েছে। যারা হু এর পাঠানো সমস্ত তথ্য ও রিপোর্ট খতিয়ে দেখছেন। কিন্তু এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে  কোনভাবেই একটি ওষুধ প্রস্থুতকারক সংস্থাকে এইভাবে কাঠগড়ায় তোলা যায়না।