০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে বাড়ছে মহিলা মুসল্লিদের অংশগ্রহণ

সুস্মিতা
  • আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 51

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে এখন মহিলাদের অংশগ্রহন বেড়েছে অনেকটাই। মার্কিন মুলুকের উপাসনালয় সংক্রান্ত একটি সার্ভে কমিটি এই তথ্য প্রকাশ্যে এনেছে।
জানা যাচ্ছে শুক্রবারের জুমার নামাজে নারী মুসল্লিদের অংশগ্রহণ গত এক দশকে বেড়েছে। জুমার নামাজে এক-চতুর্থাংশের বেশি মহিলা উপস্থিত হয়ে থাকেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে শতকরা ১৪ ভাগ নারী উপস্থিত হত। ২০২০ সালে শতকরা ২১ ভাগ নারী মসজিদে উপস্থিত হন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. ইহসান বাগবি দেশটির বিভিন্ন ধর্মের সার্ভে ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান ফেইথ কমিউনিটিস টুডে (এফএসিটি)-এর সহায়তায় এই সার্ভে পরিচালনা করেন।
এফএসিটি-এর সার্ভে আরও বলছে , যুক্তরাষ্ট্রের অধিকাংশ (৫৫%) মসজিদে নিবেদিত নারী দল রয়েছে এবং ৭৭ শতাংশ মসজিদে নারীদের বিশেষায়িত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তা ছাড়া মসজিদের পরিচালনা পর্ষদে নারীদের প্রতিনিধিত্বের হারও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৮% মসজিদে নারীরা ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পারেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে বাড়ছে মহিলা মুসল্লিদের অংশগ্রহণ

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে এখন মহিলাদের অংশগ্রহন বেড়েছে অনেকটাই। মার্কিন মুলুকের উপাসনালয় সংক্রান্ত একটি সার্ভে কমিটি এই তথ্য প্রকাশ্যে এনেছে।
জানা যাচ্ছে শুক্রবারের জুমার নামাজে নারী মুসল্লিদের অংশগ্রহণ গত এক দশকে বেড়েছে। জুমার নামাজে এক-চতুর্থাংশের বেশি মহিলা উপস্থিত হয়ে থাকেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে শতকরা ১৪ ভাগ নারী উপস্থিত হত। ২০২০ সালে শতকরা ২১ ভাগ নারী মসজিদে উপস্থিত হন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. ইহসান বাগবি দেশটির বিভিন্ন ধর্মের সার্ভে ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান ফেইথ কমিউনিটিস টুডে (এফএসিটি)-এর সহায়তায় এই সার্ভে পরিচালনা করেন।
এফএসিটি-এর সার্ভে আরও বলছে , যুক্তরাষ্ট্রের অধিকাংশ (৫৫%) মসজিদে নিবেদিত নারী দল রয়েছে এবং ৭৭ শতাংশ মসজিদে নারীদের বিশেষায়িত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তা ছাড়া মসজিদের পরিচালনা পর্ষদে নারীদের প্রতিনিধিত্বের হারও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৮% মসজিদে নারীরা ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পারেন।