১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘মোদির বাবাকে অপমান’! ট্যুইটারে ক্যাডবেরিকে বয়কটের ডাক ভিএইচপির

পুবের কলম ওয়েব ডেস্ক: ফের বিতর্কে চকোলেট প্রস্তুতকারক সংস্থা ক্যাডবেরি । দীপাবলির বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে অপমান করার অভিযোগ করা হয়েছে ক্যাডবেরির বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে ক্যাডবেরিকে বয়কটের ডাক দিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। নেট নাগরিকদের একাংশ বেজায় চটেছে চকলেট প্রস্তুতকারী এই সংস্থার ওপর।

রবিবার সকালেই ‘ক্যাডবেরি’র সমস্ত দ্রব্যকে বয়কট করার দাবি জানিয়ে পোস্ট করা শুরু হয় টুইটারে। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচীও টুইট করে ‘ক্যাডবেরি’কে এ দেশে বয়কট করার দাবি তোলেন। টুইটারে হ্যাসট্যাগ বয়কট ক্যাডবেরি ট্রেন্ডিং করানো হয়।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

বিজ্ঞাপনে আদৌ আপত্তিকর কিছু নেই বলেছেন বহু নেট নাগরিক। তাদের দাবি গেরুয়ায় শিবির বিশেষ করে ভিএইচপি এখন বিজেপির পালে হাওয়া তুলতে বিতর্ক তৈরি করছে।রাজনৈতিকভাবে বিজেপির সুবিধা করতেই এই ফর্মুলা নিয়েছে তারা। বলছেন অনেকে। দীপাবলি উপলক্ষে তৈরি করা ক্যাডবেরির বিজ্ঞাপনে দেখা যায়, দামোদর নামের এক বৃদ্ধ প্রদীপ বিক্রেতা একটি টানা গাড়ির উপর বসে প্রদীপ বিক্রি করছেন।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

 

এক ভদ্রলোক এসে দামোদরের হাতে ‘ক্যাডবেরি’র বাক্স দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। পাল্টা দামোদরও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।এতে আপত্তির কী আছে তা বুঝে উঠতে পারছেন না সাধারণ দেশবাসী।

 

হঠাৎ সাধ্বী প্রাচী বিজ্ঞাপনটি তাঁর টুইটার হ্যান্ডলে শেয়ার করে লেখেন, আপনারা কি ভাল করে লক্ষ করেছেন এই বিজ্ঞাপনটি? এই বিজ্ঞাপনে গরিব প্রদীপ বিক্রেতার নাম দামোদর। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাবাকে খারাপ ভাবে দেখানোর জন্যই এমনটা করা হয়েছে। অনেকেই জানেন নরেন্দ্র মোদির বাবার নাম দামোদরদাস মোদি। এর আগেও ২০২১ এ ক্যাডবেরির বিরুদ্ধে চকলেটে গো মাংস মেশানোর অভিযোগ উঠেছিল। সেবার ক্যাডবেরি বয়কটের হুমকি ট্রেন্ডি হয়েছিল টুইটারে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১০ মিনিটেই শেষ শুনানি, কী নথি চাওয়া হলো? দেবের হাস্যরসেই উত্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মোদির বাবাকে অপমান’! ট্যুইটারে ক্যাডবেরিকে বয়কটের ডাক ভিএইচপির

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ফের বিতর্কে চকোলেট প্রস্তুতকারক সংস্থা ক্যাডবেরি । দীপাবলির বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে অপমান করার অভিযোগ করা হয়েছে ক্যাডবেরির বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে ক্যাডবেরিকে বয়কটের ডাক দিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। নেট নাগরিকদের একাংশ বেজায় চটেছে চকলেট প্রস্তুতকারী এই সংস্থার ওপর।

রবিবার সকালেই ‘ক্যাডবেরি’র সমস্ত দ্রব্যকে বয়কট করার দাবি জানিয়ে পোস্ট করা শুরু হয় টুইটারে। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচীও টুইট করে ‘ক্যাডবেরি’কে এ দেশে বয়কট করার দাবি তোলেন। টুইটারে হ্যাসট্যাগ বয়কট ক্যাডবেরি ট্রেন্ডিং করানো হয়।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

বিজ্ঞাপনে আদৌ আপত্তিকর কিছু নেই বলেছেন বহু নেট নাগরিক। তাদের দাবি গেরুয়ায় শিবির বিশেষ করে ভিএইচপি এখন বিজেপির পালে হাওয়া তুলতে বিতর্ক তৈরি করছে।রাজনৈতিকভাবে বিজেপির সুবিধা করতেই এই ফর্মুলা নিয়েছে তারা। বলছেন অনেকে। দীপাবলি উপলক্ষে তৈরি করা ক্যাডবেরির বিজ্ঞাপনে দেখা যায়, দামোদর নামের এক বৃদ্ধ প্রদীপ বিক্রেতা একটি টানা গাড়ির উপর বসে প্রদীপ বিক্রি করছেন।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

 

এক ভদ্রলোক এসে দামোদরের হাতে ‘ক্যাডবেরি’র বাক্স দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। পাল্টা দামোদরও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।এতে আপত্তির কী আছে তা বুঝে উঠতে পারছেন না সাধারণ দেশবাসী।

 

হঠাৎ সাধ্বী প্রাচী বিজ্ঞাপনটি তাঁর টুইটার হ্যান্ডলে শেয়ার করে লেখেন, আপনারা কি ভাল করে লক্ষ করেছেন এই বিজ্ঞাপনটি? এই বিজ্ঞাপনে গরিব প্রদীপ বিক্রেতার নাম দামোদর। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাবাকে খারাপ ভাবে দেখানোর জন্যই এমনটা করা হয়েছে। অনেকেই জানেন নরেন্দ্র মোদির বাবার নাম দামোদরদাস মোদি। এর আগেও ২০২১ এ ক্যাডবেরির বিরুদ্ধে চকলেটে গো মাংস মেশানোর অভিযোগ উঠেছিল। সেবার ক্যাডবেরি বয়কটের হুমকি ট্রেন্ডি হয়েছিল টুইটারে।