০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 61

পুবের কলম, ওয়েবডেস্ক :  তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএস-কে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাই কোর্ট। সেইসঙ্গে আদালত জানিয়েছে, রাজ্যের ৬টি জায়গা ছাড়া অনুমতি না দেওয়ার কোনও বিরুদ্ধ কারণ নেই।

আদালত রুট মার্চ চলাকালীন রাজ্য পুলিশ প্রশাসনকে যথাযথভাবে নিরাপত্তা সহ অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি কড়া হাতে দমন করার আদেশ দিয়েছে।

আরও পড়ুন: মুখে দাড়ি, কাশ্মীরি চিকিৎসককে ডাক্তারিতে ভর্তি নিল না বেসরকারি হাসপাতাল

রাজ্যের ৬টি জায়গা ছাড়া আদালত আগামী ৬ নভেম্বর তামিলনাড়ু সহ রাজ্যের ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চ অনুমতি দিল। বিচারপতি জিকে ইলান্থিরিয়ান রাজ্যের পরিস্থিতি বিচার করে পোলাছি, মেট্টুপালায়ম, পাল্লাদাম, অরুমানাই, নাগেরকোয়েলে রুট মার্চের অনুমতি দেননি।

আরও পড়ুন: মঙ্গলবার তিন সেনাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত 

বিচারপতি কঠোরভাবে নির্দেশ দিয়ে জানিয়েছেন, রুট মার্চ রাস্তায় অনুষ্ঠিত হবে তবে জনসভার ক্ষেত্রে অবশ্যই কঠোরভাবে শর্তগুলি অনুসরণ করে একটি চত্বরের মধ্যে আয়োজন করতে হবে।

আরও পড়ুন: আমরা একত্রে বাঁচব, লড়ব এবং জিতব: Mamata Banerjee

আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

বিচারপতি আরও জানিয়েছেন, তামিলনাড়ু পুলিশ আদালতে একটি খামবন্ধ করা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আইনশৃঙ্খলা লঘ্নন করার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনও প্রতিকূল কারণ খুঁজে পাওয়া যায়নি।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞার পরে আইনশৃঙ্খলা সহ নিরাপত্তার প্রশ্ন তুলে তামিলনাড়ু পুলিশ ২ অক্টোবরের নির্ধারিত অনুষ্ঠানের অনুমতি দিতে অস্বীকার করে।
এই পরিপ্রেক্ষিতে রুট মার্চের অনুমতি চেয়ে আরএসএস-এর তরফে আদালতে আবেদন জানানো হয়। বুধবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ এবং রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে ঝুঁকির কথা বিবেচনা করে ৫০টি জায়গার মধ্যে শুধুমাত্র তিনটিতে অনুমতি দেওয়া যেতে পারে।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী হাসান মুহাম্মদ জিনাহ আদালতকে জানান, রাজ্যের অবস্থা এই মুহূর্তে স্পর্শকাতর।
সরকারি আইনজীবীর কথা শোনার পর বিচারপতি বলেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে পুলিশের রিপোর্টে রুট মার্চ অনুমোদন না দেওয়ার মতো আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।

আদালত রাজ্য পুলিশকে নির্দেশ দিয়ে জানিয়েছে, ইস্যুটি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করে, কঠোর নিরাপত্তা জারি করতে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

আদালত আবেদনকারীদের স্বাধীনতা দিয়ে জানিয়েছে, যে ছয়টি জায়গায় এখন রুট মার্চের অনুমতি দেওয়া হল না, দু’মাস পরে রাজ্য পুলিশের কাছে ফের নতুন করে রুট মার্চের আবেদন জানাতে পারবে আরএসএস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক :  তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএস-কে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাই কোর্ট। সেইসঙ্গে আদালত জানিয়েছে, রাজ্যের ৬টি জায়গা ছাড়া অনুমতি না দেওয়ার কোনও বিরুদ্ধ কারণ নেই।

আদালত রুট মার্চ চলাকালীন রাজ্য পুলিশ প্রশাসনকে যথাযথভাবে নিরাপত্তা সহ অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি কড়া হাতে দমন করার আদেশ দিয়েছে।

আরও পড়ুন: মুখে দাড়ি, কাশ্মীরি চিকিৎসককে ডাক্তারিতে ভর্তি নিল না বেসরকারি হাসপাতাল

রাজ্যের ৬টি জায়গা ছাড়া আদালত আগামী ৬ নভেম্বর তামিলনাড়ু সহ রাজ্যের ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চ অনুমতি দিল। বিচারপতি জিকে ইলান্থিরিয়ান রাজ্যের পরিস্থিতি বিচার করে পোলাছি, মেট্টুপালায়ম, পাল্লাদাম, অরুমানাই, নাগেরকোয়েলে রুট মার্চের অনুমতি দেননি।

আরও পড়ুন: মঙ্গলবার তিন সেনাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত 

বিচারপতি কঠোরভাবে নির্দেশ দিয়ে জানিয়েছেন, রুট মার্চ রাস্তায় অনুষ্ঠিত হবে তবে জনসভার ক্ষেত্রে অবশ্যই কঠোরভাবে শর্তগুলি অনুসরণ করে একটি চত্বরের মধ্যে আয়োজন করতে হবে।

আরও পড়ুন: আমরা একত্রে বাঁচব, লড়ব এবং জিতব: Mamata Banerjee

আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট

বিচারপতি আরও জানিয়েছেন, তামিলনাড়ু পুলিশ আদালতে একটি খামবন্ধ করা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আইনশৃঙ্খলা লঘ্নন করার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনও প্রতিকূল কারণ খুঁজে পাওয়া যায়নি।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞার পরে আইনশৃঙ্খলা সহ নিরাপত্তার প্রশ্ন তুলে তামিলনাড়ু পুলিশ ২ অক্টোবরের নির্ধারিত অনুষ্ঠানের অনুমতি দিতে অস্বীকার করে।
এই পরিপ্রেক্ষিতে রুট মার্চের অনুমতি চেয়ে আরএসএস-এর তরফে আদালতে আবেদন জানানো হয়। বুধবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ এবং রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে ঝুঁকির কথা বিবেচনা করে ৫০টি জায়গার মধ্যে শুধুমাত্র তিনটিতে অনুমতি দেওয়া যেতে পারে।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী হাসান মুহাম্মদ জিনাহ আদালতকে জানান, রাজ্যের অবস্থা এই মুহূর্তে স্পর্শকাতর।
সরকারি আইনজীবীর কথা শোনার পর বিচারপতি বলেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে পুলিশের রিপোর্টে রুট মার্চ অনুমোদন না দেওয়ার মতো আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।

আদালত রাজ্য পুলিশকে নির্দেশ দিয়ে জানিয়েছে, ইস্যুটি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করে, কঠোর নিরাপত্তা জারি করতে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

আদালত আবেদনকারীদের স্বাধীনতা দিয়ে জানিয়েছে, যে ছয়টি জায়গায় এখন রুট মার্চের অনুমতি দেওয়া হল না, দু’মাস পরে রাজ্য পুলিশের কাছে ফের নতুন করে রুট মার্চের আবেদন জানাতে পারবে আরএসএস।