২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার
  • / 42

পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ ১৪ নভেম্বর, একদিকে বাংলা জুড়ে পালিত হচ্ছে রসগোল্লা দিবস অন্যদিকে দেশব্যাপী পালিত হচ্ছে শিশু দিবস। প্রতিবারের ন্যায় এবারেও ”শিশু দিবস” পালন করল মানিকতলার একটি স্চ্ছোসেবী সংগঠন ”খুশির দিয়া”।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

আরও পড়ুন: বর্ধমানে শুরু কৃষ্ণসায়র উৎসব, গোলাপবাগকে গোলাপের বাগান দিয়ে সাজানোর অনুরোধ মন্ত্রী রথীন ঘোষের

দীর্ঘ ২০০৪ শাল থেকে ক্যানসার, থ্যালাসেমিয়া,  হৃদরোগ আক্রান্ত ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করে আসছে এই সংগঠন। পথ চলা শুরু থেকে এখনও অবধি ৩৪ টা শিশুর ওপেন হার্ট সার্জারি করান এই সংস্থা।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

সোমবার ”শিশু দিবস” উপলক্ষে তারা পৌঁছে যায় পূর্ব বর্ধমানে ”ধামাশ” নামে একটা গ্রামে। সেখানে কয়েকটি গ্রামের শিশুদের দিয়ে কেক কাটিয়ে তাদের অনুষ্ঠান শুরু হয়। এর পর শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সংস্থার সদস্যরা। শিশুদের আনন্দ দেখে পরিবারের লোকজনও খুব খুশি হন।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ ১৪ নভেম্বর, একদিকে বাংলা জুড়ে পালিত হচ্ছে রসগোল্লা দিবস অন্যদিকে দেশব্যাপী পালিত হচ্ছে শিশু দিবস। প্রতিবারের ন্যায় এবারেও ”শিশু দিবস” পালন করল মানিকতলার একটি স্চ্ছোসেবী সংগঠন ”খুশির দিয়া”।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

আরও পড়ুন: বর্ধমানে শুরু কৃষ্ণসায়র উৎসব, গোলাপবাগকে গোলাপের বাগান দিয়ে সাজানোর অনুরোধ মন্ত্রী রথীন ঘোষের

দীর্ঘ ২০০৪ শাল থেকে ক্যানসার, থ্যালাসেমিয়া,  হৃদরোগ আক্রান্ত ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করে আসছে এই সংগঠন। পথ চলা শুরু থেকে এখনও অবধি ৩৪ টা শিশুর ওপেন হার্ট সার্জারি করান এই সংস্থা।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ সহ অন্যত্র

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

আরও পড়ুন: বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

সোমবার ”শিশু দিবস” উপলক্ষে তারা পৌঁছে যায় পূর্ব বর্ধমানে ”ধামাশ” নামে একটা গ্রামে। সেখানে কয়েকটি গ্রামের শিশুদের দিয়ে কেক কাটিয়ে তাদের অনুষ্ঠান শুরু হয়। এর পর শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সংস্থার সদস্যরা। শিশুদের আনন্দ দেখে পরিবারের লোকজনও খুব খুশি হন।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস