২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না , অতি সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 58

 

পুবের কলম ওয়েবডেস্ক: চিকিৎসায় একেবারেই সাড়া দিচ্ছেন না টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বিশেষ বন্ধু সব্যসাচী, বাবা,মা, দিদি সবাই আছেন আন্দুল হাওড়ার এই বেসরকারি হাসপাতালে। বুধবার সকালে ভেন্টিলেশনেই পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। কোনমতে সিপিআর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই চিকিৎসায় কম সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। গোটা টলিউড প্রার্থনা করেছ আবারও একটা মিরাকল কামব্যাক করুণ ঐন্দ্রিলা। যেমনটা ক্যানসার কে হারিয়ে করেছেন।

মাত্র ১৮বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হন তিনি, দুবার ক্যানসারকে হারিয়ে ফিরে আসেন তিনি। ঐন্দ্রিলার মা, বাবার মত টলিপাড়ার সতীর্থরাও চাইছেন ফের ফিনিক্স পাখির মত সব অসুস্থতা কে দূরে সরিয়ে ফিরে আসুন তিনি। কিন্তু চিকিৎসকদের কথায় যতক্ষণ না কোমা থেকে বের করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়।

 

 

বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে কাজ করে। ঠিক তার পরেই দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হন তিনি। ফের ফিরে এসেছিলেন, ধারাবাহিকে অভিনয়ও শুরু করে ছিলেন। কিন্তু ফের নেমে এল বিপত্তি। কিন্তু সব অসুখ কে হারিয়ে ফের লাইট, ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরুন ঐন্দ্রিলা। আপাতত এটাই প্রার্থনা সকলের।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না , অতি সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: চিকিৎসায় একেবারেই সাড়া দিচ্ছেন না টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বিশেষ বন্ধু সব্যসাচী, বাবা,মা, দিদি সবাই আছেন আন্দুল হাওড়ার এই বেসরকারি হাসপাতালে। বুধবার সকালে ভেন্টিলেশনেই পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। কোনমতে সিপিআর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই চিকিৎসায় কম সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। গোটা টলিউড প্রার্থনা করেছ আবারও একটা মিরাকল কামব্যাক করুণ ঐন্দ্রিলা। যেমনটা ক্যানসার কে হারিয়ে করেছেন।

মাত্র ১৮বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হন তিনি, দুবার ক্যানসারকে হারিয়ে ফিরে আসেন তিনি। ঐন্দ্রিলার মা, বাবার মত টলিপাড়ার সতীর্থরাও চাইছেন ফের ফিনিক্স পাখির মত সব অসুস্থতা কে দূরে সরিয়ে ফিরে আসুন তিনি। কিন্তু চিকিৎসকদের কথায় যতক্ষণ না কোমা থেকে বের করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়।

 

 

বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে কাজ করে। ঠিক তার পরেই দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হন তিনি। ফের ফিরে এসেছিলেন, ধারাবাহিকে অভিনয়ও শুরু করে ছিলেন। কিন্তু ফের নেমে এল বিপত্তি। কিন্তু সব অসুখ কে হারিয়ে ফের লাইট, ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরুন ঐন্দ্রিলা। আপাতত এটাই প্রার্থনা সকলের।