২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঐন্দ্রিলা কে নিয়ে করা যাবতীয় সোশ্যাল মিডিয়া পোস্ট কেন মুছলেন সব্যসাচী,বাড়ছে আশঙ্কা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার
  • / 62

 

পুবের কলম ওয়েবডেস্ক: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে করা যাবতীয় সোশ্যাল মিডিয়ার পোস্ট মুছে দিলেন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। শনিবারেই সব্যসাচী লিখেছিলেন ” আজকাল মানুষের গায়ে বড় শকুন শকুন গন্ধ পাই”।

আজ প্রায় ১৯ দিন ধরে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপর তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে। এ যাবৎ কদিন ধরেই ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্ট থেকেই তাঁর বিষয় নানান তথ্য জানা গিয়েছে।

পরপর দু বার ক্যান্সারকে হারিয়ে ফিরে আসা এই অভিনেত্রীর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই কোমায় চলে গিয়েছেন। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। এর মাঝে পরপর দু বার কার্ডিয়াক অ্যারেস্টও হয়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় ঐন্দ্রিলা আর নেই। তখনও সব্যসাচী লেখেন ” ওকে আর একটু থাকতে দাও”. এরপরই তিনি আবারও লেখেন ঐন্দ্রিলার হাত নড়ছে, বড়মা রাখে তো মারে কে। কিন্তু এরপর হটাৎ করেই সব পোস্ট মুছে দেওয়ায় আশঙ্কা বাড়ছে সকলের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঐন্দ্রিলা কে নিয়ে করা যাবতীয় সোশ্যাল মিডিয়া পোস্ট কেন মুছলেন সব্যসাচী,বাড়ছে আশঙ্কা

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে করা যাবতীয় সোশ্যাল মিডিয়ার পোস্ট মুছে দিলেন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। শনিবারেই সব্যসাচী লিখেছিলেন ” আজকাল মানুষের গায়ে বড় শকুন শকুন গন্ধ পাই”।

আজ প্রায় ১৯ দিন ধরে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপর তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে। এ যাবৎ কদিন ধরেই ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্ট থেকেই তাঁর বিষয় নানান তথ্য জানা গিয়েছে।

পরপর দু বার ক্যান্সারকে হারিয়ে ফিরে আসা এই অভিনেত্রীর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই কোমায় চলে গিয়েছেন। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। এর মাঝে পরপর দু বার কার্ডিয়াক অ্যারেস্টও হয়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় ঐন্দ্রিলা আর নেই। তখনও সব্যসাচী লেখেন ” ওকে আর একটু থাকতে দাও”. এরপরই তিনি আবারও লেখেন ঐন্দ্রিলার হাত নড়ছে, বড়মা রাখে তো মারে কে। কিন্তু এরপর হটাৎ করেই সব পোস্ট মুছে দেওয়ায় আশঙ্কা বাড়ছে সকলের।