০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কপ-২৭ সম্মেলনে ঐতিহাসিক চুক্তি, ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন

ইমামা খাতুন
  • আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার
  • / 86

পুবের কলম ওয়েব ডেস্কঃ মিশরের শারম আল শেখে আয়োজিত জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছে বহু দেশ৷ ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কপ-২৭ সম্মেলনে।

শনিবার গভীর রাতে দেশগুলো এ সম্মতি দেয়। তবে রাষ্ট্রসংঘের ২৭তম এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সমাধানের বৃহত্তর কোনও চুক্তি হয়নি। জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই ক্ষতিপূরণ তহবিল চাওয়া হলেও ধনী দেশগুলো এতদিন কর্ণপাত করেনি। তবে শেষপর্যন্ত একটি ক্ষতিপূরণ প্রদানের চুক্তি হল। শনিবার রাতভর উত্তেজনাপূর্ণ আলোচনার পর, মিশরের কপ-২৭ সম্মেলনের প্রেসিডেন্ট খসড়া চুক্তির একটি রুপরেখা প্রকাশ করেন। এটিকে চূড়ান্ত চুক্তি হিসেবে উপস্থাপন করার জন্য একটি পূর্ণাঙ্গ অধিবেশনেরও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

 

আরও পড়ুন:   মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা

এ অধিবেশনে উপস্থিত সংশ্লিষ্টরা ঝড় ও বন্যার মতো জলবায়ু বিপর্যয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক খরচ বহন করতে সহায়তার জন্য একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মতি দেন।‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের অর্থ দরিদ্র দেশগুলোর সামাজিক অবকাঠামোর ওপর জলবায়ুর প্রভাব মোকবিলায় খরচ হবে। সম্প্রতি পাকিস্তান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বন্যার কারণে যে সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয় তার জেরেই এবার বিষয়টি জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাচ্ছে। প্রসঙ্গত, মিশরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ৷

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কপ-২৭ সম্মেলনে ঐতিহাসিক চুক্তি, ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মিশরের শারম আল শেখে আয়োজিত জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছে বহু দেশ৷ ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কপ-২৭ সম্মেলনে।

শনিবার গভীর রাতে দেশগুলো এ সম্মতি দেয়। তবে রাষ্ট্রসংঘের ২৭তম এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সমাধানের বৃহত্তর কোনও চুক্তি হয়নি। জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই ক্ষতিপূরণ তহবিল চাওয়া হলেও ধনী দেশগুলো এতদিন কর্ণপাত করেনি। তবে শেষপর্যন্ত একটি ক্ষতিপূরণ প্রদানের চুক্তি হল। শনিবার রাতভর উত্তেজনাপূর্ণ আলোচনার পর, মিশরের কপ-২৭ সম্মেলনের প্রেসিডেন্ট খসড়া চুক্তির একটি রুপরেখা প্রকাশ করেন। এটিকে চূড়ান্ত চুক্তি হিসেবে উপস্থাপন করার জন্য একটি পূর্ণাঙ্গ অধিবেশনেরও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

 

আরও পড়ুন:   মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা

এ অধিবেশনে উপস্থিত সংশ্লিষ্টরা ঝড় ও বন্যার মতো জলবায়ু বিপর্যয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক খরচ বহন করতে সহায়তার জন্য একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মতি দেন।‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের অর্থ দরিদ্র দেশগুলোর সামাজিক অবকাঠামোর ওপর জলবায়ুর প্রভাব মোকবিলায় খরচ হবে। সম্প্রতি পাকিস্তান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বন্যার কারণে যে সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয় তার জেরেই এবার বিষয়টি জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাচ্ছে। প্রসঙ্গত, মিশরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ৷

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস