০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে নিন’, এনআরসি ইস্যুতে জমির পাট্টা বিলি অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের আগেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, সব উদ্বাস্তুকে পাট্টা দেওয়া হয়।

ইতিমধ্যেই রাজ্যের তরফে আড়াইলক্ষ মানুষকে পাট্টা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগে পাহাড়ে পাট্টা দেওয়া বন্ধ ছিল। এখন সেখানেও পাট্টা দেওয়া হচ্ছে। গরীব মানুষকে উচ্ছেদ করা যাবে না।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে এক গুচ্ছ প্রস্তাব দিল টিডিপি

এই অনুষ্ঠান থেকেই ফের কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্টে নাম তোলার কাজ হচ্ছে। ৫ ডিসেম্বর পর্যন্ত কাজ হবে। আপনারা সবাই যান সেখানে গিয়ে আপনাদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখে নিন, পরে দেখবেন আপনার নাম আছে তো, আপনার স্বামীর নাম নেই। অসমেও এই রকম করা হয়েছে। এনআরসি’র নাম করে আপনাদের নাম যেন কাটা না হয়, তা দেখবেন।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

নাগরিকত্বের নামে ভুল বোঝানো হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। আজও জাত-পাত নির্বিশেষে প্রায় ৫০ জন মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। আমি চাই মানুষ ভালো থাকুক, খেয়ে-পড়ে বেঁচে থাকুক। আমি মানুষের জন্য জীবন দিতে পারি, মানুষে মানুষে ভেদাভেদ আমি পছন্দ করি না।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘ডু অর ডাই’-এর ডাক সাংসদ পাপ্পু যাদবের

মুখ্যমন্ত্রী এদিন রাজ্যেকে বঞ্চনা করা হচ্ছে বলে সরব হয়ে বলেন, ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না, ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। সার নিয়ে বঞ্চনা করা হচ্ছে। বাংলার কৃষকরা সার পাচ্ছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে নিন’, এনআরসি ইস্যুতে জমির পাট্টা বিলি অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের আগেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, সব উদ্বাস্তুকে পাট্টা দেওয়া হয়।

ইতিমধ্যেই রাজ্যের তরফে আড়াইলক্ষ মানুষকে পাট্টা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগে পাহাড়ে পাট্টা দেওয়া বন্ধ ছিল। এখন সেখানেও পাট্টা দেওয়া হচ্ছে। গরীব মানুষকে উচ্ছেদ করা যাবে না।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে এক গুচ্ছ প্রস্তাব দিল টিডিপি

এই অনুষ্ঠান থেকেই ফের কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্টে নাম তোলার কাজ হচ্ছে। ৫ ডিসেম্বর পর্যন্ত কাজ হবে। আপনারা সবাই যান সেখানে গিয়ে আপনাদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখে নিন, পরে দেখবেন আপনার নাম আছে তো, আপনার স্বামীর নাম নেই। অসমেও এই রকম করা হয়েছে। এনআরসি’র নাম করে আপনাদের নাম যেন কাটা না হয়, তা দেখবেন।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

নাগরিকত্বের নামে ভুল বোঝানো হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। আজও জাত-পাত নির্বিশেষে প্রায় ৫০ জন মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। আমি চাই মানুষ ভালো থাকুক, খেয়ে-পড়ে বেঁচে থাকুক। আমি মানুষের জন্য জীবন দিতে পারি, মানুষে মানুষে ভেদাভেদ আমি পছন্দ করি না।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘ডু অর ডাই’-এর ডাক সাংসদ পাপ্পু যাদবের

মুখ্যমন্ত্রী এদিন রাজ্যেকে বঞ্চনা করা হচ্ছে বলে সরব হয়ে বলেন, ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না, ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। সার নিয়ে বঞ্চনা করা হচ্ছে। বাংলার কৃষকরা সার পাচ্ছেন।