০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘পোশাক না পরলেও মহিলাদের সুন্দর লাগে’, যোগগুরু বাবা রামদেবের মন্তব্য ঘিরে বিতর্ক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 93

পুবের কলম, ওয়েবডেস্ক : রাজনীতির আঙিনায় পা দেওয়ার পর থেকেই যোগগুরু বাবা রামদেবের মন্তব্য একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। এবার এক যোগ প্রশিক্ষিণ শিবিরে মহিলাদের পোশাক নিয়ে করা যোগগুরুর মন্তব্য নতুন করে সেই বিতর্ককে উসকে দিল। মহিলাদের সম্পর্কে করা অশালীন মন্তব্যে অনেকেই যোগগুরুকে ‘যৌনবাদী’র তকমা দিয়েছেন।

শুক্রবার থানেতে আয়োজিত নিখরচায় যোগ প্রশিক্ষণ শিবিরে যোগগুরু বাবা রামদেব বলেন, ‘শাড়িতে মহিলারা সুন্দর লাগে, সালোয়ার কামিজ পরলে দূর্দান্ত লাগে, আমার মতে কোনও পোশাক না পরলেও মহিলারা সুন্দরী’। যোগগুরুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

৫৬ বছর বয়সী রামদেব পতঞ্জলি যোগ পীঠ এবং মুম্বাই মহিলা পতঞ্জলি যোগ সমিতি দ্বারা আয়োজিত একটি যোগ বিজ্ঞান শিবির এবং মহিলাদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে চোখের পলক না ফেলেই মহিলাদের পোশাক নিয়ে এই মন্তব্য করেন যোগগুরু। সেই সময় এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী, গায়িকা অমৃতা ফড়নবিস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷

আরও পড়ুন: বাসভবনে বিপুল টাকা: সরানো হল বিতর্কিত বিচারপতিকে

প্রসঙ্গত,  এই প্রশিক্ষণ শিবিরে মহিলারা যোগ করার উদ্দেশে শাড়ি, অন্য পোশাক পরেছিলেন। যেহেতু প্রশিক্ষণ শিবিরের পরেই সভাটি শুরু হয়েছিল, তাই অনেক মহিলাই পোশাক পরিবর্তন করার সময় পাননি। তাই তারা যোগব্যায়াম স্যুটেই এতে অংশ নিয়েছিলেন। যোগগুরু সেই সময় বলেন, শাড়ি পরার সময় না পেলে তারা সেগুলি বাড়িতে গিয়েও পরে নিতে পারেন।

এই শিবিরে যোগগুরু অমৃতা ফড়নবিসের মতো দীর্ঘ জীবনযাপনের জন্য মানুষকে সুখী এবং হাসিখুশি থাকারও আহ্বান জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পোশাক না পরলেও মহিলাদের সুন্দর লাগে’, যোগগুরু বাবা রামদেবের মন্তব্য ঘিরে বিতর্ক

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : রাজনীতির আঙিনায় পা দেওয়ার পর থেকেই যোগগুরু বাবা রামদেবের মন্তব্য একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। এবার এক যোগ প্রশিক্ষিণ শিবিরে মহিলাদের পোশাক নিয়ে করা যোগগুরুর মন্তব্য নতুন করে সেই বিতর্ককে উসকে দিল। মহিলাদের সম্পর্কে করা অশালীন মন্তব্যে অনেকেই যোগগুরুকে ‘যৌনবাদী’র তকমা দিয়েছেন।

শুক্রবার থানেতে আয়োজিত নিখরচায় যোগ প্রশিক্ষণ শিবিরে যোগগুরু বাবা রামদেব বলেন, ‘শাড়িতে মহিলারা সুন্দর লাগে, সালোয়ার কামিজ পরলে দূর্দান্ত লাগে, আমার মতে কোনও পোশাক না পরলেও মহিলারা সুন্দরী’। যোগগুরুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

৫৬ বছর বয়সী রামদেব পতঞ্জলি যোগ পীঠ এবং মুম্বাই মহিলা পতঞ্জলি যোগ সমিতি দ্বারা আয়োজিত একটি যোগ বিজ্ঞান শিবির এবং মহিলাদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে চোখের পলক না ফেলেই মহিলাদের পোশাক নিয়ে এই মন্তব্য করেন যোগগুরু। সেই সময় এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী, গায়িকা অমৃতা ফড়নবিস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷

আরও পড়ুন: বাসভবনে বিপুল টাকা: সরানো হল বিতর্কিত বিচারপতিকে

প্রসঙ্গত,  এই প্রশিক্ষণ শিবিরে মহিলারা যোগ করার উদ্দেশে শাড়ি, অন্য পোশাক পরেছিলেন। যেহেতু প্রশিক্ষণ শিবিরের পরেই সভাটি শুরু হয়েছিল, তাই অনেক মহিলাই পোশাক পরিবর্তন করার সময় পাননি। তাই তারা যোগব্যায়াম স্যুটেই এতে অংশ নিয়েছিলেন। যোগগুরু সেই সময় বলেন, শাড়ি পরার সময় না পেলে তারা সেগুলি বাড়িতে গিয়েও পরে নিতে পারেন।

এই শিবিরে যোগগুরু অমৃতা ফড়নবিসের মতো দীর্ঘ জীবনযাপনের জন্য মানুষকে সুখী এবং হাসিখুশি থাকারও আহ্বান জানান।