০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানে দিনের আলোয় দুই গোষ্ঠীর গুলির লড়াই, মৃত কুখ্যাত গ্যাংস্টার সহ এক পথচারী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: দিনের আলোয় প্রকাশ্যে রাস্তার মাঝখানেই চলছে একের পর গুলি! দুই গোষ্ঠীর সংঘর্ষে এক কুখ্যাত  গ্যাংস্টার সহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পথচলতি মানুষ। গুরুতর আহত হয়েছে আরও চারজন। ওই  চারজনই দুষ্কৃতী গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে  দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি বিনিময় চলে। একে অপরের বিরুদ্ধে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজু থেট নামক এক গ্যাংস্টারের। মৃত্যু হয়েছে অপর এক পথচলতি মানুষের। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতার করতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রাজস্থানের শিকার  শহরের পিপরালি রোডে আচমকাই দুই গ্যাংস্টার গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ওই এলাকাতেই থাকত রাজু থেট। রাজু বাড়ি থেকে হতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় অপর পক্ষ।

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

তিনটি গুলি লাগে রাজু থেটের।  ঘটনাস্থলেই মারা যান ওই গ্যাংস্টার। গুরুতর জখম হন দুই গোষ্ঠীর চারজন। যে গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল,  তারা শেখাওয়াতি অঞ্চলের অপর এক দুষ্কৃতী  গোষ্ঠীর বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের, রাজস্থানে বরখাস্ত তিন শিক্ষক

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  চার ব্যক্তি রাজু থেটকে নিশানা করে গুলি চালাচ্ছে। এরপরই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পথচলতি মানুষেরা  যাতে সরে যায়, তার জন্য অভিযুক্তদের মধ্যে একজন শূন্যেও গুলি চালায়।

গ্যাংস্টার রাজু থেটের খুনের ঘটনার কিছুক্ষণ পরেই রোহিত গোধারা নামক এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের বলে পরিচয় দেয় ফেসবুকে এবং রাজু থেটের খুনের দায় স্বীকার করে নেন। ওই ব্যক্তির দাবি, আনন্দপাল সিং ও বলবীর বানুদা নামক দুইজনের মৃত্যুর বদলা নিতেই রাজুকে খুন করা হয়েছে।

বলবীর বানুদা রাজস্থানের আনন্দপাল গ্যাংয়ের সদস্য ছিলেন। ২০১৪ সালের জুলাই মাসে বিকানীর জেলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানে দিনের আলোয় দুই গোষ্ঠীর গুলির লড়াই, মৃত কুখ্যাত গ্যাংস্টার সহ এক পথচারী

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিনের আলোয় প্রকাশ্যে রাস্তার মাঝখানেই চলছে একের পর গুলি! দুই গোষ্ঠীর সংঘর্ষে এক কুখ্যাত  গ্যাংস্টার সহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পথচলতি মানুষ। গুরুতর আহত হয়েছে আরও চারজন। ওই  চারজনই দুষ্কৃতী গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে  দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি বিনিময় চলে। একে অপরের বিরুদ্ধে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজু থেট নামক এক গ্যাংস্টারের। মৃত্যু হয়েছে অপর এক পথচলতি মানুষের। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতার করতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রাজস্থানের শিকার  শহরের পিপরালি রোডে আচমকাই দুই গ্যাংস্টার গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ওই এলাকাতেই থাকত রাজু থেট। রাজু বাড়ি থেকে হতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় অপর পক্ষ।

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

তিনটি গুলি লাগে রাজু থেটের।  ঘটনাস্থলেই মারা যান ওই গ্যাংস্টার। গুরুতর জখম হন দুই গোষ্ঠীর চারজন। যে গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল,  তারা শেখাওয়াতি অঞ্চলের অপর এক দুষ্কৃতী  গোষ্ঠীর বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের, রাজস্থানে বরখাস্ত তিন শিক্ষক

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  চার ব্যক্তি রাজু থেটকে নিশানা করে গুলি চালাচ্ছে। এরপরই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পথচলতি মানুষেরা  যাতে সরে যায়, তার জন্য অভিযুক্তদের মধ্যে একজন শূন্যেও গুলি চালায়।

গ্যাংস্টার রাজু থেটের খুনের ঘটনার কিছুক্ষণ পরেই রোহিত গোধারা নামক এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের বলে পরিচয় দেয় ফেসবুকে এবং রাজু থেটের খুনের দায় স্বীকার করে নেন। ওই ব্যক্তির দাবি, আনন্দপাল সিং ও বলবীর বানুদা নামক দুইজনের মৃত্যুর বদলা নিতেই রাজুকে খুন করা হয়েছে।

বলবীর বানুদা রাজস্থানের আনন্দপাল গ্যাংয়ের সদস্য ছিলেন। ২০১৪ সালের জুলাই মাসে বিকানীর জেলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।