০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে  ডিএ মামলার শুনানি ১৪ ডিসেম্বর

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 60

পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের  ডিএ মামলার শুনানির কথা ছিল।এদিন আদালতের পক্ষে জানানো হয়েছে, – ‘আগামী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ  মামলার পরবর্তী শুনানি হবে। ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ নয় বলেও এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

পাশাপাশি, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, -‘কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী  রাজ্য সরকারি  কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সরাসরি সরকারি কর্মচারী যাঁরা, তাঁদের জন্য লাগবে ১১ হাজার ৭৯০ কোটি টাকা। সরকারি সাহায্যপ্রাপ্তদের জন্য লাগবে ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের ১১,৬১১ কোটি টাকা লাগবে বলে জানানো হয়েছে’।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

উল্লেখ্য , গত  ৪ নভেম্বর  ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, -’আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়’।কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনী লড়াই অব্যাহত।

 

গত  ২০ মে কলকাতা  হাইকোর্ট নির্দেশ দিয়েছে, -‘ তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে  রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে’। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।এর মধ্যেই ডিএ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের রায় পুনর্বিবেচনা করার আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে আগামী ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে। ওইদিনই রায় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে  ডিএ মামলার শুনানি ১৪ ডিসেম্বর

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের  ডিএ মামলার শুনানির কথা ছিল।এদিন আদালতের পক্ষে জানানো হয়েছে, – ‘আগামী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ  মামলার পরবর্তী শুনানি হবে। ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ নয় বলেও এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

পাশাপাশি, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, -‘কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী  রাজ্য সরকারি  কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সরাসরি সরকারি কর্মচারী যাঁরা, তাঁদের জন্য লাগবে ১১ হাজার ৭৯০ কোটি টাকা। সরকারি সাহায্যপ্রাপ্তদের জন্য লাগবে ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের ১১,৬১১ কোটি টাকা লাগবে বলে জানানো হয়েছে’।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

উল্লেখ্য , গত  ৪ নভেম্বর  ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, -’আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়’।কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনী লড়াই অব্যাহত।

 

গত  ২০ মে কলকাতা  হাইকোর্ট নির্দেশ দিয়েছে, -‘ তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে  রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে’। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।এর মধ্যেই ডিএ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের রায় পুনর্বিবেচনা করার আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে আগামী ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে। ওইদিনই রায় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।