সীমান্তে কোটি টাকার সোনার বিস্কুটসহ এক পাচারকারী বিএসএফের জালে

- আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 46
পুবের কলম ওয়েব ডেস্ক : বিএসএফের বড়সড় সাফল্য। প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল।বসিরহাট জেলার স্বরূপনগর থানার আরশিকাঠি সীমান্তের ঘটনা। বুধবার সকালে দশ পিস সোনার বিস্কুট নিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার আগের মুহূর্তে হাতেনাতে গ্রেফতার করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত বাহিনীর রক্ষীরা। বিস্কুট গুলির ওজন ১ কেজি ১৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
ধৃত পাচারকারী নাম অমল সাহা। তার বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের আরশিকাঠি সীমান্তে। পাচারকারী বাংলাদেশ থেকে সোনা গুলো ভারতে পাচার করার চেষ্টা করছিল। আটক পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।উদ্ধার হওয়া দশটি সোনার বিস্কুট। এগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তা পুলিশ হেফাজতে নেওয়ার পর তদন্ত করে খোঁজার চেষ্টা করবে স্বরূপনগর থানার পুলিশ।