০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আকাশে দুর্ঘটনা, ১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 86

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়ায় মাঝআকাশে দুর্ঘটনা। ১৬ জন আরোহী নিয়ে ভেঙে পড়ল এমআই-৮ মডেলের একটি হেলিকপ্টার। ক্রোনতস্কি নেচার রিজার্ভের কুরিল লেকে গিয়ে পড়ে হেলিকপ্টারটি।বৃহস্পতিবার সকালে দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কামচাতকার স্থানীয় সরকারের এক বিবৃতির মাধ্যমে এই দুর্ঘটনার খবর সামনে আসে। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হলেও সাতজন নিখোঁজ।বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ৪০ জন উদ্ধারকর্মী ও ডুবুরি রয়েছেন ঘটনাস্থলে।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী হেলিকপ্টারটিতে ১৩ জন পর্যটক ও তিনজন ক্রু ছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পর্যটকেরা কামচাতকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কির কাছেই খোদুক্তা নামে একটি আগ্নেয়গিরি ভ্রমণ করতে যাচ্ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আকাশে দুর্ঘটনা, ১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়ায় মাঝআকাশে দুর্ঘটনা। ১৬ জন আরোহী নিয়ে ভেঙে পড়ল এমআই-৮ মডেলের একটি হেলিকপ্টার। ক্রোনতস্কি নেচার রিজার্ভের কুরিল লেকে গিয়ে পড়ে হেলিকপ্টারটি।বৃহস্পতিবার সকালে দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কামচাতকার স্থানীয় সরকারের এক বিবৃতির মাধ্যমে এই দুর্ঘটনার খবর সামনে আসে। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হলেও সাতজন নিখোঁজ।বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ৪০ জন উদ্ধারকর্মী ও ডুবুরি রয়েছেন ঘটনাস্থলে।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী হেলিকপ্টারটিতে ১৩ জন পর্যটক ও তিনজন ক্রু ছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পর্যটকেরা কামচাতকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কির কাছেই খোদুক্তা নামে একটি আগ্নেয়গিরি ভ্রমণ করতে যাচ্ছিলেন।