০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রঘুরাম রাজন

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 82

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় রাজস্থানে রাহুলের সঙ্গে হাঁটলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তার মতো একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ‘ভারতকে বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার পদযাত্রা’য় শামিল হওয়ায় এর গুরুত্ব অনেক বাড়ল বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: কংগ্রেসের নয়া যাত্রাকে ‘ভারত তোড়ো অন্যায় যাত্রা’ বলে কটাক্ষ নাড্ডার

দেশের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকাকালীন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নানা বিষয়ে মোদি সরকারের সঙ্গে মতানৈক্য প্রকাশ্যে এসেছিল। অবসরের পর অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার সোচ্চার হতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন: দেশেজুড়ে ফের ‘ভারতজোড়ো যাত্রা’র প্রস্তুতি কংগ্রেসের, বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ

 

আরও পড়ুন: রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি

কেন্দ্র সরকার নরেন্দ্র মোদির নেতৃত্বে যে ভুল পথে এগোচ্ছে, ভ্রান্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে তা বহু বার স্মরণ করিয়ে দিয়েছেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন। এমনকি সংখ্যালঘু নির্যাতন ও তাদেরকে প্রাপ্য অধিকার না দেওয়ার ফলে ভারতের অবস্থা যে শ্রীলঙ্কার মতো হতে পারে, এমন কথাও বলেছিলেন তিনি।

 

এ হেন রাজন রাহুলের পাশে হেঁটে দেশকে ঐক্যের বার্তা দিলেন। বুধবার সকালে সোয়াই মাধোপুর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। সঙ্গে ছিলেন তরুণ কংগ্রেস নেতা শচিন পাইলটও। হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে রাজন আলোচনা করেন বলে জানা গিয়েছে।

 

তাদের এই পদযাত্রার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কংগ্রেস এক টুইটে জানিয়েছে, দেশকে জুড়তে তাদের পাশে যেভাবে মানুষ দাঁড়াচ্ছেন তাতে ঘৃণার বিরুদ্ধে আমরা নিশ্চিত সফল হব। রাহুল ও রাজনের ছবি টুইট করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। তবে তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির অমিত মালব্য। তিনি বলেন, রাজন নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে কল্পনা করছেন। অর্থাৎ, অর্থনীতিবিদ রাজন নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখছেন, এমন দাবি মালব্যের। তবে তার দাবি মতো যদি পরবর্তী লোকসভা নির্বাচনে মোদির বিপক্ষে রাজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তাতে অনেকেই খুশি হবেন। ওয়াকিফহাল মহলের মত, রাজন জানেন কীভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যায়। মোদির মন্ত্রিসভায় কেউ কি জানেন সেটা!

 

রাহুল এই পদযাত্রা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন। বিদ্বেষকে পরাজিত করে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বিশিষ্টদের অনেকেই এই পদযাত্রায় শামিল হচ্ছেন। এর আগে মেধা পাটেকর, স্বরা ভাস্কর, পূজা ভাট, রিয়া সেন, রেশমি দেশাই, অমল পালেকর, বক্সার বিজেন্দ্র সিং প্রমুখ বিশিষ্টজন ভারত জোড়ো পদযাত্রায় যোগ দিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে রাহুলের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছিল। তামিলনাড়ু, কেরল,কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ পেরিয়ে পদযাত্রা চলছে রাজস্থানে। কন্যাকুমারি থেকে শুরু হওয়া পদযাত্রা গিয়ে শেষ হবে কাশ্মীরে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রঘুরাম রাজন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় রাজস্থানে রাহুলের সঙ্গে হাঁটলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তার মতো একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ‘ভারতকে বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার পদযাত্রা’য় শামিল হওয়ায় এর গুরুত্ব অনেক বাড়ল বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: কংগ্রেসের নয়া যাত্রাকে ‘ভারত তোড়ো অন্যায় যাত্রা’ বলে কটাক্ষ নাড্ডার

দেশের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকাকালীন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নানা বিষয়ে মোদি সরকারের সঙ্গে মতানৈক্য প্রকাশ্যে এসেছিল। অবসরের পর অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার সোচ্চার হতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন: দেশেজুড়ে ফের ‘ভারতজোড়ো যাত্রা’র প্রস্তুতি কংগ্রেসের, বাংলা ছুঁয়ে যাবে নয়া জনসংযোগ

 

আরও পড়ুন: রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি

কেন্দ্র সরকার নরেন্দ্র মোদির নেতৃত্বে যে ভুল পথে এগোচ্ছে, ভ্রান্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে তা বহু বার স্মরণ করিয়ে দিয়েছেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন। এমনকি সংখ্যালঘু নির্যাতন ও তাদেরকে প্রাপ্য অধিকার না দেওয়ার ফলে ভারতের অবস্থা যে শ্রীলঙ্কার মতো হতে পারে, এমন কথাও বলেছিলেন তিনি।

 

এ হেন রাজন রাহুলের পাশে হেঁটে দেশকে ঐক্যের বার্তা দিলেন। বুধবার সকালে সোয়াই মাধোপুর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। সঙ্গে ছিলেন তরুণ কংগ্রেস নেতা শচিন পাইলটও। হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে রাজন আলোচনা করেন বলে জানা গিয়েছে।

 

তাদের এই পদযাত্রার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কংগ্রেস এক টুইটে জানিয়েছে, দেশকে জুড়তে তাদের পাশে যেভাবে মানুষ দাঁড়াচ্ছেন তাতে ঘৃণার বিরুদ্ধে আমরা নিশ্চিত সফল হব। রাহুল ও রাজনের ছবি টুইট করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। তবে তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির অমিত মালব্য। তিনি বলেন, রাজন নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে কল্পনা করছেন। অর্থাৎ, অর্থনীতিবিদ রাজন নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখছেন, এমন দাবি মালব্যের। তবে তার দাবি মতো যদি পরবর্তী লোকসভা নির্বাচনে মোদির বিপক্ষে রাজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তাতে অনেকেই খুশি হবেন। ওয়াকিফহাল মহলের মত, রাজন জানেন কীভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যায়। মোদির মন্ত্রিসভায় কেউ কি জানেন সেটা!

 

রাহুল এই পদযাত্রা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন। বিদ্বেষকে পরাজিত করে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বিশিষ্টদের অনেকেই এই পদযাত্রায় শামিল হচ্ছেন। এর আগে মেধা পাটেকর, স্বরা ভাস্কর, পূজা ভাট, রিয়া সেন, রেশমি দেশাই, অমল পালেকর, বক্সার বিজেন্দ্র সিং প্রমুখ বিশিষ্টজন ভারত জোড়ো পদযাত্রায় যোগ দিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে রাহুলের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছিল। তামিলনাড়ু, কেরল,কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ পেরিয়ে পদযাত্রা চলছে রাজস্থানে। কন্যাকুমারি থেকে শুরু হওয়া পদযাত্রা গিয়ে শেষ হবে কাশ্মীরে।