০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রঞ্জিতে গোয়ার হয়ে  প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি শচীন পুত্র অর্জুনের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 147

 

 

আরও পড়ুন: স্বপ্ন অধরাই, রঞ্জি জয় হল না বাংলার, চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

 

আরও পড়ুন: আমরা ভালো ফল করার চেষ্টা করব, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী

পুবের কলম ওয়েবডেস্ক:   মুম্বইয়ের হয়ে সেইভাবে মিলছিলনা সুযোগ। তাই সই করেছিলন গোয়ায়। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই  সেঞ্চুরি পেলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর পুত্র অর্জুন। ২০৭ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন অর্জুন। ১৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভারবাউন্ডারিতে সাজানো ছিল শচীনপুত্রের ইনিংস।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে

প্রায় ৩১০ মিনিট ক্রিজে কাটান অর্জুন। তিনি  বলেন নিজের প্রতিভার ওপর সবসময় বিশ্বাস ছিল। যখনই সুযোগ পাবো নিজের সেরাটা দেবো  সেঞ্চুরির পর কিছুটা ক্ষোভের সুরও ছিল শচীন পুত্রের গলায় তিনি এতদিন আমকে সুযোগ দেওয়া হত না। বসিয়ে রাখা হত। কিন্তু এখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে।’ অর্থাৎ সুযোগ পেয়েই যে  তাকে যথাযথ ভাবে কাজে লাগিয়েছেন তাও  স্পষ্ট করে দেন  অর্জুন।

সাত নম্বরে ব্যাট করতে নামেন অর্জুন। পরপর কয়েকটা উইকেট হারিয়ে তখন বেশ চাপে গোয়া। অর্জুন বলেন, ‘আমি যে সময় ব্যাট করতে নেমেছিলাম, তখন আমারা উইকেট হারিয়ে বেশ চাপে ছিলাম। সেই মুহূর্তে আমার একটাই টার্গেট ছিল, প্রভুদেশাই ভাইকে সাহায্য় করা। তখন তাঁকে সাহায্য করার মতো কেউ ছিল না। প্রভুদেশাই ভাই তখন ৮০ রানে অপরাজিত ছিল”  অর্জুনের কথায় পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় সেই  সময় চাপ ছিল যথেষ্ট। তবে এই তরুণ ক্রিকেটারের কথায় “ আমার এই রান যে দলের কাজে লেগেছে সেটাই সবচেয়ে বড় কথা”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রঞ্জিতে গোয়ার হয়ে  প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি শচীন পুত্র অর্জুনের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: স্বপ্ন অধরাই, রঞ্জি জয় হল না বাংলার, চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

 

আরও পড়ুন: আমরা ভালো ফল করার চেষ্টা করব, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী

পুবের কলম ওয়েবডেস্ক:   মুম্বইয়ের হয়ে সেইভাবে মিলছিলনা সুযোগ। তাই সই করেছিলন গোয়ায়। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই  সেঞ্চুরি পেলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর পুত্র অর্জুন। ২০৭ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন অর্জুন। ১৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভারবাউন্ডারিতে সাজানো ছিল শচীনপুত্রের ইনিংস।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, রঞ্জি ফাইনাল অধরাই রয়ে গেল বাংলার কাছে

প্রায় ৩১০ মিনিট ক্রিজে কাটান অর্জুন। তিনি  বলেন নিজের প্রতিভার ওপর সবসময় বিশ্বাস ছিল। যখনই সুযোগ পাবো নিজের সেরাটা দেবো  সেঞ্চুরির পর কিছুটা ক্ষোভের সুরও ছিল শচীন পুত্রের গলায় তিনি এতদিন আমকে সুযোগ দেওয়া হত না। বসিয়ে রাখা হত। কিন্তু এখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে।’ অর্থাৎ সুযোগ পেয়েই যে  তাকে যথাযথ ভাবে কাজে লাগিয়েছেন তাও  স্পষ্ট করে দেন  অর্জুন।

সাত নম্বরে ব্যাট করতে নামেন অর্জুন। পরপর কয়েকটা উইকেট হারিয়ে তখন বেশ চাপে গোয়া। অর্জুন বলেন, ‘আমি যে সময় ব্যাট করতে নেমেছিলাম, তখন আমারা উইকেট হারিয়ে বেশ চাপে ছিলাম। সেই মুহূর্তে আমার একটাই টার্গেট ছিল, প্রভুদেশাই ভাইকে সাহায্য় করা। তখন তাঁকে সাহায্য করার মতো কেউ ছিল না। প্রভুদেশাই ভাই তখন ৮০ রানে অপরাজিত ছিল”  অর্জুনের কথায় পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় সেই  সময় চাপ ছিল যথেষ্ট। তবে এই তরুণ ক্রিকেটারের কথায় “ আমার এই রান যে দলের কাজে লেগেছে সেটাই সবচেয়ে বড় কথা”।