০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ের দহিসারে একটি বারে অভিযান চালিয়ে মাটির নীচের গোপন কুঠুরি থেকে উদ্ধার ১৭ মহিলা, গ্রেফতার ২৫

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 38

 

 

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

 

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বইয়ের দহিসার এলাকায় একটি রেস্তোরাঁ-কাম-বারে  রেড করতে গিয়ে মাটির নীচের একটি কুঠুরি থেকে মোট ১৭ জন তরুণীকে উদ্ধার করল দহিসার  পুলিশ।এছাড়াও মোট ২৫ জনকে  গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে আছেন ১৯ জন ক্রেতা এবং ৬ জন ওই রেস্তরাঁ কাম বারের কর্মী।

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

দহিসার পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন গোপনসূত্রে খবর পেয়ে ওই বারটিতে অভিযান চালানো হয়। অতর্কিত অভিযানের ফলে কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাননি। প্রথমেই বারের ম্যানেজার সহ ৬ জন কর্মীকে গ্রেফতার করা হয়। এরপর হটাৎই মাটির তলায় একটি গোপন ঘরের সন্ধান মেলে। সেখান

থেকেই উদ্ধার করা হয় ওই ১৭ জন তরুণীকে। দহিসার পুলিশ আরও জানিয়েছে চারজন তরুণী ওই সময় বারের ড্যান্সফ্লোরে নাচ করছিলেন। বাকিরা ছিলেন বিশেষ ভাবে মাটির নীচের ওই গোপন কুঠুরিতে। কোন ড্যান্সারকে আটক বা গ্রেফতার করা হয়নি। প্রত্যেককেই যাওয়ার অনুমতি দেওয়া হয়।

 

অভিযুক্তদের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় (অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা) মামলা করা হয়েছে।পুলিশ জানিয়েছে যেভাবে মাটির নীচে একটি কুঠুরিতে মহিলাদের লুকিয়ে রাখা হয়েছিল তা আসলে হত্যার চেষ্টার নামান্তর। এর সঙ্গে অশ্লীলতাও সম্পর্কিত রয়েছে।  এমনটাই জানানো হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ের দহিসারে একটি বারে অভিযান চালিয়ে মাটির নীচের গোপন কুঠুরি থেকে উদ্ধার ১৭ মহিলা, গ্রেফতার ২৫

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

 

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বইয়ের দহিসার এলাকায় একটি রেস্তোরাঁ-কাম-বারে  রেড করতে গিয়ে মাটির নীচের একটি কুঠুরি থেকে মোট ১৭ জন তরুণীকে উদ্ধার করল দহিসার  পুলিশ।এছাড়াও মোট ২৫ জনকে  গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে আছেন ১৯ জন ক্রেতা এবং ৬ জন ওই রেস্তরাঁ কাম বারের কর্মী।

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

দহিসার পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন গোপনসূত্রে খবর পেয়ে ওই বারটিতে অভিযান চালানো হয়। অতর্কিত অভিযানের ফলে কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাননি। প্রথমেই বারের ম্যানেজার সহ ৬ জন কর্মীকে গ্রেফতার করা হয়। এরপর হটাৎই মাটির তলায় একটি গোপন ঘরের সন্ধান মেলে। সেখান

থেকেই উদ্ধার করা হয় ওই ১৭ জন তরুণীকে। দহিসার পুলিশ আরও জানিয়েছে চারজন তরুণী ওই সময় বারের ড্যান্সফ্লোরে নাচ করছিলেন। বাকিরা ছিলেন বিশেষ ভাবে মাটির নীচের ওই গোপন কুঠুরিতে। কোন ড্যান্সারকে আটক বা গ্রেফতার করা হয়নি। প্রত্যেককেই যাওয়ার অনুমতি দেওয়া হয়।

 

অভিযুক্তদের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় (অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা) মামলা করা হয়েছে।পুলিশ জানিয়েছে যেভাবে মাটির নীচে একটি কুঠুরিতে মহিলাদের লুকিয়ে রাখা হয়েছিল তা আসলে হত্যার চেষ্টার নামান্তর। এর সঙ্গে অশ্লীলতাও সম্পর্কিত রয়েছে।  এমনটাই জানানো হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে।