২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিউ টাউনে শুরু ন’দিন ব্যপী শিল্প-সংস্কৃতি উৎসব

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক: দেশের শিল্প-সংস্কৃতির ঐতিহ্যকে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে ন’দিন ব্যপি ‘আমি আর্ট ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে নিউ টাউনের রবীন্দ্রতীর্থে। যেখানে নাচ, গান, গ্রাফিতি প্রতিযোগিতা, শিল্প কলার প্রদর্শন, ওয়ার্ক শপ প্রভৃতি থাকছে। সেইসঙ্গে থাকছে কানাডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালও।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে নিউ টাউনে এবার ৫.৯৭ একর জমি নিলাম করবে রাজ্য সরকার

কলকাতা চলচিত্র উৎসবের মধ্যেই আলাদা করে কানাডার সিনেমা দেখার সুযোগ মিলবে এখানে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় নামজাদা শিল্পীদের নিয়ে লাইভ অনুষ্ঠান থাকছে রবীন্দ্র তীর্থে। যেখানে শিল্পী অঞ্জন দত্ত, ইমন চট্টপাধ্যায়, গৌতম হালদার, অর্ক মুখোপাধ্যায়, দুর্নিবার সাহা, সৌরভ মনির গান শোনা যাবে।

আরও পড়ুন: ফার্মাথন ২০২৫ শিরোনামে ম্যারাথন দৌড়

 

আরও পড়ুন: দেড় বছরের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে পাইপে রান্নার গ্যাস, আশ্বাস গেইল-এর

মেহেফিল কাবালি ও রাজস্থানী লোক সংগীতেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। আজ ১৭ ডিসেম্বর বিকালে উৎসবের উদ্বোধন করেন কলকাতা সেন্ট্রার ফর ক্রিয়েটিভিটির চেয়ারপার্সন রিচা আগরওয়াল, হিডকোর এমডি দেবাশিস সেন, নাট্যকার বিভাস চক্রবর্তী, রিনা দেওয়ান আদিত্য আগারওয়াল প্রমূখ।

 

শিল্প সংস্কৃতি এই উৎসবের উদ্যোক্তারা জানিয়েছেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।বাংলা গান, বাঙালির শিল্প- সংস্কৃতির পাশাপাশি বাঙালী খাবারের বিপুল সম্ভার থাকছে অনুষ্টান প্রাঙ্গনে।সমবেত লোক সংগীত, প্রদর্শনী, কর্মশালা, আলোচনা সভার পাশাপাশি এখানে স্ট্যান্ড আপ কমেডি, ছৌ নৃত্য, হিপ হপ প্রভৃতির আয়োজন করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ টাউনে শুরু ন’দিন ব্যপী শিল্প-সংস্কৃতি উৎসব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দেশের শিল্প-সংস্কৃতির ঐতিহ্যকে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে ন’দিন ব্যপি ‘আমি আর্ট ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে নিউ টাউনের রবীন্দ্রতীর্থে। যেখানে নাচ, গান, গ্রাফিতি প্রতিযোগিতা, শিল্প কলার প্রদর্শন, ওয়ার্ক শপ প্রভৃতি থাকছে। সেইসঙ্গে থাকছে কানাডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালও।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে নিউ টাউনে এবার ৫.৯৭ একর জমি নিলাম করবে রাজ্য সরকার

কলকাতা চলচিত্র উৎসবের মধ্যেই আলাদা করে কানাডার সিনেমা দেখার সুযোগ মিলবে এখানে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় নামজাদা শিল্পীদের নিয়ে লাইভ অনুষ্ঠান থাকছে রবীন্দ্র তীর্থে। যেখানে শিল্পী অঞ্জন দত্ত, ইমন চট্টপাধ্যায়, গৌতম হালদার, অর্ক মুখোপাধ্যায়, দুর্নিবার সাহা, সৌরভ মনির গান শোনা যাবে।

আরও পড়ুন: ফার্মাথন ২০২৫ শিরোনামে ম্যারাথন দৌড়

 

আরও পড়ুন: দেড় বছরের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে পাইপে রান্নার গ্যাস, আশ্বাস গেইল-এর

মেহেফিল কাবালি ও রাজস্থানী লোক সংগীতেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। আজ ১৭ ডিসেম্বর বিকালে উৎসবের উদ্বোধন করেন কলকাতা সেন্ট্রার ফর ক্রিয়েটিভিটির চেয়ারপার্সন রিচা আগরওয়াল, হিডকোর এমডি দেবাশিস সেন, নাট্যকার বিভাস চক্রবর্তী, রিনা দেওয়ান আদিত্য আগারওয়াল প্রমূখ।

 

শিল্প সংস্কৃতি এই উৎসবের উদ্যোক্তারা জানিয়েছেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।বাংলা গান, বাঙালির শিল্প- সংস্কৃতির পাশাপাশি বাঙালী খাবারের বিপুল সম্ভার থাকছে অনুষ্টান প্রাঙ্গনে।সমবেত লোক সংগীত, প্রদর্শনী, কর্মশালা, আলোচনা সভার পাশাপাশি এখানে স্ট্যান্ড আপ কমেডি, ছৌ নৃত্য, হিপ হপ প্রভৃতির আয়োজন করা হয়েছে।