০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাঁটরায় ৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব  ডিস্পোজাল  স্কোয়াড  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 36

 

 

আরও পড়ুন: ব্রেকিং: মালদহে বাজির গুদামে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

আইভি আদক,হাওড়া:  আদালতের নির্দেশে গত দীপাবলি এবং বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করা হলো হাওড়ার ব্যাঁটরা থানার তরফ থেকে। সোমবার দুপুরে সিআইডি  বম্ব ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা থানায় এসে ওই বাজেয়াপ্ত ফায়ার  ক্র্যাকার্স নিয়ে যান বেলিলিয়াস পার্কের একটি ফাঁকা জায়গায়। এরপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।  এগুলো পুলিশ তিনটি স্থান থেকে তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছিল।

আরও পড়ুন: নিষিদ্ধ আতশবাজি, অথচ আপ মন্ত্রীর বাড়িতে ফাটছে বাজি, কেজরিকে হিন্দু বিরোধী বলে তোপ দেগে ভিডিও ট্যুইট বিজেপি নেতার

 

সেগুলি এদিন নিষ্ক্রিয় করা হয়। ব্যাঁটরা থানা সূত্রের খবর, এদিন প্রায় ৪০ কেজি ফায়ার ক্র্যাকার্স কোর্ট অর্ডার মেনে  নিস্ক্রিয় করা হয়েছে। সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াডের আধিকারিকরা এইদিন উপস্থিত ছিলেন।ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মজুত রাখা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যাঁটরায় ৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব  ডিস্পোজাল  স্কোয়াড  

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: ব্রেকিং: মালদহে বাজির গুদামে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

আইভি আদক,হাওড়া:  আদালতের নির্দেশে গত দীপাবলি এবং বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করা হলো হাওড়ার ব্যাঁটরা থানার তরফ থেকে। সোমবার দুপুরে সিআইডি  বম্ব ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা থানায় এসে ওই বাজেয়াপ্ত ফায়ার  ক্র্যাকার্স নিয়ে যান বেলিলিয়াস পার্কের একটি ফাঁকা জায়গায়। এরপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।  এগুলো পুলিশ তিনটি স্থান থেকে তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছিল।

আরও পড়ুন: নিষিদ্ধ আতশবাজি, অথচ আপ মন্ত্রীর বাড়িতে ফাটছে বাজি, কেজরিকে হিন্দু বিরোধী বলে তোপ দেগে ভিডিও ট্যুইট বিজেপি নেতার

 

সেগুলি এদিন নিষ্ক্রিয় করা হয়। ব্যাঁটরা থানা সূত্রের খবর, এদিন প্রায় ৪০ কেজি ফায়ার ক্র্যাকার্স কোর্ট অর্ডার মেনে  নিস্ক্রিয় করা হয়েছে। সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াডের আধিকারিকরা এইদিন উপস্থিত ছিলেন।ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মজুত রাখা হয়েছিল।