১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুলতলিতে ইলেকট্রিক শক দিয়ে একাধিক সারমেয়কে হত্যার অভিযোগে আটক দুই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 72

 

 

আরও পড়ুন: টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটলো কুলতলিতে

 

আরও পড়ুন: কুলতলির কাঁটামারির বেহাল জেটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : একাধিক  নিরীহ  পশুকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগে কুলতলিতে গর্জে উঠলো পশুপ্রেমী,মানবাধিকার কর্মী সহ সাধারণ মানুষ। সুন্দরবনের  কুলতলির জালাবেড়িয়া ২ নং পঞ্চায়েতের গাবতলা এলাকায় ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একাধিক সারমেয়কে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দা ভবসিন্ধু মন্ডলের নামে। এতগুলো সারমেয়দের মৃত্যুতে আতঙ্কিত এলাকায় মানুষজন, চরম শাস্তির দাবি উঠলো। এইভাবে সারমেয়দেরকে হত্যা করা  নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের পশ্চিম গাবতলায় ভবসিন্ধু মন্ডল এই অমানবিক কাজ করেছে।আমরা চাই এধরনের ঘটনার যুক্ত থাকা ব্যক্তির কঠিন শাস্তি হোক।পশুপ্রেমী তথা পরিবেশ কর্মী শুভ্রদীপ বৈদ্য বলেন,এধরনের ঘৃণ্য বর্বরোচিত কাজকে কখনোই সমর্থন করা উচিত নয়।এদের বিরুদ্ধে কঠোর ভাবে শাস্তি দেওয়ার অনুরোধ করবো বিচারকের কাছে।যাতে আগামী দিনে কেউ এই কাজ করতে না পারে।দীর্ঘ দিন জয়নগর কুলতলি এলাকায় মানুষের ন্যায্য  অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যায় ভাবে পশু হত্যার বিরুদ্ধে লড়াই করে চলেছে এপিডিআর নামে একটা সংগঠন। আর এদিন এই সংগঠনের জয়নগর শাখা সম্পাদক মিঠুন মন্ডল বলেন,সরকারি নিয়মঅনুসারে পশু হত্যার এই ধরনের কাজে যুক্ত ব্যক্তিদের জেল জরিমানা দুটোই হওয়া উচিত। আমরা চাইবো অবলা সারমেয়দের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হোক। তবে এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কুলতলি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।এবং মৃত সারমেয়দের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: দুষ্কৃতি তান্ডবে উত্তপ্ত হাওড়ার নাজিরগঞ্জ, ধৃত দুই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুলতলিতে ইলেকট্রিক শক দিয়ে একাধিক সারমেয়কে হত্যার অভিযোগে আটক দুই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটলো কুলতলিতে

 

আরও পড়ুন: কুলতলির কাঁটামারির বেহাল জেটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : একাধিক  নিরীহ  পশুকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগে কুলতলিতে গর্জে উঠলো পশুপ্রেমী,মানবাধিকার কর্মী সহ সাধারণ মানুষ। সুন্দরবনের  কুলতলির জালাবেড়িয়া ২ নং পঞ্চায়েতের গাবতলা এলাকায় ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একাধিক সারমেয়কে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দা ভবসিন্ধু মন্ডলের নামে। এতগুলো সারমেয়দের মৃত্যুতে আতঙ্কিত এলাকায় মানুষজন, চরম শাস্তির দাবি উঠলো। এইভাবে সারমেয়দেরকে হত্যা করা  নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের পশ্চিম গাবতলায় ভবসিন্ধু মন্ডল এই অমানবিক কাজ করেছে।আমরা চাই এধরনের ঘটনার যুক্ত থাকা ব্যক্তির কঠিন শাস্তি হোক।পশুপ্রেমী তথা পরিবেশ কর্মী শুভ্রদীপ বৈদ্য বলেন,এধরনের ঘৃণ্য বর্বরোচিত কাজকে কখনোই সমর্থন করা উচিত নয়।এদের বিরুদ্ধে কঠোর ভাবে শাস্তি দেওয়ার অনুরোধ করবো বিচারকের কাছে।যাতে আগামী দিনে কেউ এই কাজ করতে না পারে।দীর্ঘ দিন জয়নগর কুলতলি এলাকায় মানুষের ন্যায্য  অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যায় ভাবে পশু হত্যার বিরুদ্ধে লড়াই করে চলেছে এপিডিআর নামে একটা সংগঠন। আর এদিন এই সংগঠনের জয়নগর শাখা সম্পাদক মিঠুন মন্ডল বলেন,সরকারি নিয়মঅনুসারে পশু হত্যার এই ধরনের কাজে যুক্ত ব্যক্তিদের জেল জরিমানা দুটোই হওয়া উচিত। আমরা চাইবো অবলা সারমেয়দের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হোক। তবে এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কুলতলি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।এবং মৃত সারমেয়দের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: দুষ্কৃতি তান্ডবে উত্তপ্ত হাওড়ার নাজিরগঞ্জ, ধৃত দুই