২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করবে সউদি সরকার!

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 38

পুবের কলম ওয়েব ডেস্কঃ বড়দিনের ছুটিতে দেশজুড়ে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করবে সউদি আরব। ব্রিটিশ বিদেশমন্ত্রী জেম্স ক্লেভারলিকে লেখা এক চিঠিতে ব্রিটেনের সাংসদরা জানিয়েছেন, ক্রিসমাসের সময়টাকে বেছে নেওয়ার কারণ এ সময় বিশ্ববাসী উৎসবের আনন্দে মশগুল থাকবে। আর এর চেয়ে ভালো সুযোগ সউদি আরব পাবে না।

 

আরও পড়ুন: ১ হাজার ফিলিস্তিনির হজের খরচ দেবে সউদি সরকার  

ব্রিটিশ বিদেশমন্ত্রীকে পাঠানো লিঠিতে লেখা, ‘আমরা উদ্বিগ্ন হয়ে জানাচ্ছি যে, ক্রিসমাসে বিশ্ববাসীর নজর যখন অন্যদিকে ঠিক তখন দেশে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে সউদি আরব। ক্রিসমাসে মৃত্যুদণ্ড কার্যকর করলে সউদি আরব কম সমালোচনার মুখোমুখি হবে।’

আরও পড়ুন: সংক্রমণ এড়াতে যাচাই করে মেসওয়াক কেনার নির্দেশিকা সৌদি সরকারের

 

আরও পড়ুন: মরক্কোর ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের ২৪০০ এর বেশি খোলা মুখ কুয়ো বন্ধ করল সৌদি সরকার

ব্রিটিশ বিদেশমন্ত্রীকে আরও লেখা, ‘নতুন বছরসহ যেকোনও উৎসবের সময়ে মৃত্যুদণ্ড দেওয়ার রেকর্ড রয়েছে দেশটির। ঠিক যেমনটি হয়েছিল ২০১৬ ও ২০২০-তে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন অন্যদিকে ব্যস্ত থাকে ও দ্রুত জবাব দেওয়ার মতো অবস্থায় থাকে না, ঠিক তখনই এই কাজ করে তারা। আমরা ছুটির আগে আপনাকে এ বিষয়ে আলোকপাতের অনুরোধ জানাই। চিঠির শেষে লেখা, বিগত দুই সপ্তাহে সউদি আরব ২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে ১২জন বিদেশি ছিলেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করবে সউদি সরকার!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বড়দিনের ছুটিতে দেশজুড়ে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করবে সউদি আরব। ব্রিটিশ বিদেশমন্ত্রী জেম্স ক্লেভারলিকে লেখা এক চিঠিতে ব্রিটেনের সাংসদরা জানিয়েছেন, ক্রিসমাসের সময়টাকে বেছে নেওয়ার কারণ এ সময় বিশ্ববাসী উৎসবের আনন্দে মশগুল থাকবে। আর এর চেয়ে ভালো সুযোগ সউদি আরব পাবে না।

 

আরও পড়ুন: ১ হাজার ফিলিস্তিনির হজের খরচ দেবে সউদি সরকার  

ব্রিটিশ বিদেশমন্ত্রীকে পাঠানো লিঠিতে লেখা, ‘আমরা উদ্বিগ্ন হয়ে জানাচ্ছি যে, ক্রিসমাসে বিশ্ববাসীর নজর যখন অন্যদিকে ঠিক তখন দেশে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে সউদি আরব। ক্রিসমাসে মৃত্যুদণ্ড কার্যকর করলে সউদি আরব কম সমালোচনার মুখোমুখি হবে।’

আরও পড়ুন: সংক্রমণ এড়াতে যাচাই করে মেসওয়াক কেনার নির্দেশিকা সৌদি সরকারের

 

আরও পড়ুন: মরক্কোর ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের ২৪০০ এর বেশি খোলা মুখ কুয়ো বন্ধ করল সৌদি সরকার

ব্রিটিশ বিদেশমন্ত্রীকে আরও লেখা, ‘নতুন বছরসহ যেকোনও উৎসবের সময়ে মৃত্যুদণ্ড দেওয়ার রেকর্ড রয়েছে দেশটির। ঠিক যেমনটি হয়েছিল ২০১৬ ও ২০২০-তে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন অন্যদিকে ব্যস্ত থাকে ও দ্রুত জবাব দেওয়ার মতো অবস্থায় থাকে না, ঠিক তখনই এই কাজ করে তারা। আমরা ছুটির আগে আপনাকে এ বিষয়ে আলোকপাতের অনুরোধ জানাই। চিঠির শেষে লেখা, বিগত দুই সপ্তাহে সউদি আরব ২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে ১২জন বিদেশি ছিলেন।