১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে সরকারি অফিস থেকে হারিয়ে যাচ্ছে নথি

সামিমা এহসানা
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: ঠিক যেন ম্যাজিক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি দফতর থেকে রাতারাতি হারিয়ে যাচ্ছে জরুরী নথি। আধিকারিরকরা নথি হারিয়ে ফেলছেন বলে নিজের জমি-বাড়ি খোয়াতে বসেছিলেন এক ব্যক্তি। অন্যদিকে ৩ বছর আগে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে সুরাহা পাননি রেওয়ার এক বাসিন্দা। তদন্ত করে দেখা যায়, শুধু কাস্ট সার্টিফিকেট দিতে অস্বীকার করা নয়, এমনকি তাঁর আরটিআই আবেদনটিও হারিয়ে ফেলেছেন বিভাগীয় আধিকারিকরা।

এই ঘটনায় স্থম্ভিত স্টেট ইনফরমেশন কমিশনার রাহুল সিং, সেখানকার জেনারেল অ্যাডমিনিসট্রেশন ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারিকে তড়িঘড়ি পাবলিক রেকর্ডস অ্যাক্ট তৈরির নির্দেশ দিয়েছেন।

১০ পাতার একটি অর্ডারে বলা হয়েছে,  মধ্যপ্রদেশ সরকারকে কেন্দ্রের পাবলিক রেকর্ডস আইন মেনে এই আইন প্রণয়ন করতে হবে। পাশাপশি ওই আইন প্রনয়ণের পর কোনো সরাকরি নথি হারালে অভিযুক্ত আধিকারিককে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

৬৬ বছর আগে মধ্যপ্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরও কিভাবে এখনও পর্যন্ত সে রাজ্যে পাবলিক  রেকডর্স রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণয়ন করা হয়নি, এই প্রসঙ্গেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে ওই অর্ডারে।

উল্লেখ্য, যে তিনজন সাবডিভিশনাল ম্যাজিসট্রেট কাস্ট সার্টিফিকেট দিতে অস্বীকার করেন ও আরটিআই এর আবেদনপত্রটি হারিয়ে ফেলেন, তাঁদেরকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা দিতে বলেছেন মধ্যপ্রদেশের ইনফরমেশন কমিশনার রাহুল সিং।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে সরকারি অফিস থেকে হারিয়ে যাচ্ছে নথি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ঠিক যেন ম্যাজিক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি দফতর থেকে রাতারাতি হারিয়ে যাচ্ছে জরুরী নথি। আধিকারিরকরা নথি হারিয়ে ফেলছেন বলে নিজের জমি-বাড়ি খোয়াতে বসেছিলেন এক ব্যক্তি। অন্যদিকে ৩ বছর আগে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে সুরাহা পাননি রেওয়ার এক বাসিন্দা। তদন্ত করে দেখা যায়, শুধু কাস্ট সার্টিফিকেট দিতে অস্বীকার করা নয়, এমনকি তাঁর আরটিআই আবেদনটিও হারিয়ে ফেলেছেন বিভাগীয় আধিকারিকরা।

এই ঘটনায় স্থম্ভিত স্টেট ইনফরমেশন কমিশনার রাহুল সিং, সেখানকার জেনারেল অ্যাডমিনিসট্রেশন ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারিকে তড়িঘড়ি পাবলিক রেকর্ডস অ্যাক্ট তৈরির নির্দেশ দিয়েছেন।

১০ পাতার একটি অর্ডারে বলা হয়েছে,  মধ্যপ্রদেশ সরকারকে কেন্দ্রের পাবলিক রেকর্ডস আইন মেনে এই আইন প্রণয়ন করতে হবে। পাশাপশি ওই আইন প্রনয়ণের পর কোনো সরাকরি নথি হারালে অভিযুক্ত আধিকারিককে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

৬৬ বছর আগে মধ্যপ্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরও কিভাবে এখনও পর্যন্ত সে রাজ্যে পাবলিক  রেকডর্স রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণয়ন করা হয়নি, এই প্রসঙ্গেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে ওই অর্ডারে।

উল্লেখ্য, যে তিনজন সাবডিভিশনাল ম্যাজিসট্রেট কাস্ট সার্টিফিকেট দিতে অস্বীকার করেন ও আরটিআই এর আবেদনপত্রটি হারিয়ে ফেলেন, তাঁদেরকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা দিতে বলেছেন মধ্যপ্রদেশের ইনফরমেশন কমিশনার রাহুল সিং।