গান্ধিনগরে মায়ের শেষকৃত্য সম্পন্ন, মুখাগ্নি করলেন নরেন্দ্র মোদি

- আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্কঃ কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে তুলে নিয়ে গান্ধিনগরে শেষকৃত্য সম্পন্ন করল প্রধানমন্ত্রী । মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও। মায়ের মুখাগ্নি করলেন নরেন্দ্র মোদি। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার ভোর ৩.৩০টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শুক্রবার ভোরে মা হীরাবেনের প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদ রওনা হন তিনি। অংশ নেন মায়ের শেষকৃত্যে।