০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 21

পুবের কলম, ওয়েবডেস্ক :   ফের গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। বৃহস্পতিবার রাতে দিল্লির বঙ্গ ভবন থেকে তাকে গ্রেফতার করে আহমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ। এই নিয়ে এই মাসের মধ্যে পর পর তিনবার গ্রেফতার করা হল সাকেত গোখলেকে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ নয়ছয়ের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে গুজরাত পুলিশ জানিয়েছে।

দিল্লি পুলিশের এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গুজরাত পুলিশ তাদের জানায়, তারা দিল্লিতে আসছেন তল্লাশি চালাতে। রাতে তারা সাকেতকে গ্রেফতার করে। সাকেল গোখলের গ্রেফতারি নিয়ে এর বেশি কিছু জানি না। গুজরাত পুলিশ আমাদের কেবল জায়গাটা কোথায়, জানতে চেয়েছিল।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

এর আগে একটি ভুয়ো ট্যুইট করার অভিযোগে সাকেতকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। গুজরাতেও গিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। এবার ফের গ্রেফতার করা হল সেই নেতাকেই।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

ডিসেম্বরের শুরুতেই পরপর দু’বার গ্রেফতার করা হয়েছিল তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে। মোরবি সেতু বিপর্যয় নিয়ে ভুয়ো ট্যুইটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে। প্রথমে ৫ ডিসেম্বর রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। ওই মামলায় পরে আহমেদাবাদ আদালত তাঁকে জামিন দিয়েছিল। জামিনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের গুজরাত পুলিশ অপর একটি এফআইআর-এর ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছিল।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

পরে মোরবি জেলার এক আদালত শুক্রবার সেই দ্বিতীয় এফআইআর-এর ঘটনাতেও সাকেত গোখলের জামিন মঞ্জুর করে। জামিনের পরও দ্বিতীয়বার গ্রেফতার হওয়ায় ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার গুজরাতে যান তৃণমূল সাংসদদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এই গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল সাংসদরা নির্বাচন কমিশনের কাছেও একটি চিঠিও দেন। শেষ পর্যন্ত এদিন মোরবির নিম্ন আদালতে দ্বিতীয় এফআইআর-এর ঘটনাতেও জামিন পান তৃণমূল মুখপাত্র। এবার ফের গ্রেফতার করা হল সাকেত গোখলেকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক :   ফের গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। বৃহস্পতিবার রাতে দিল্লির বঙ্গ ভবন থেকে তাকে গ্রেফতার করে আহমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ। এই নিয়ে এই মাসের মধ্যে পর পর তিনবার গ্রেফতার করা হল সাকেত গোখলেকে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ নয়ছয়ের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে গুজরাত পুলিশ জানিয়েছে।

দিল্লি পুলিশের এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গুজরাত পুলিশ তাদের জানায়, তারা দিল্লিতে আসছেন তল্লাশি চালাতে। রাতে তারা সাকেতকে গ্রেফতার করে। সাকেল গোখলের গ্রেফতারি নিয়ে এর বেশি কিছু জানি না। গুজরাত পুলিশ আমাদের কেবল জায়গাটা কোথায়, জানতে চেয়েছিল।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

এর আগে একটি ভুয়ো ট্যুইট করার অভিযোগে সাকেতকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। গুজরাতেও গিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। এবার ফের গ্রেফতার করা হল সেই নেতাকেই।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

ডিসেম্বরের শুরুতেই পরপর দু’বার গ্রেফতার করা হয়েছিল তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে। মোরবি সেতু বিপর্যয় নিয়ে ভুয়ো ট্যুইটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে। প্রথমে ৫ ডিসেম্বর রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। ওই মামলায় পরে আহমেদাবাদ আদালত তাঁকে জামিন দিয়েছিল। জামিনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের গুজরাত পুলিশ অপর একটি এফআইআর-এর ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছিল।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

পরে মোরবি জেলার এক আদালত শুক্রবার সেই দ্বিতীয় এফআইআর-এর ঘটনাতেও সাকেত গোখলের জামিন মঞ্জুর করে। জামিনের পরও দ্বিতীয়বার গ্রেফতার হওয়ায় ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার গুজরাতে যান তৃণমূল সাংসদদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এই গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল সাংসদরা নির্বাচন কমিশনের কাছেও একটি চিঠিও দেন। শেষ পর্যন্ত এদিন মোরবির নিম্ন আদালতে দ্বিতীয় এফআইআর-এর ঘটনাতেও জামিন পান তৃণমূল মুখপাত্র। এবার ফের গ্রেফতার করা হল সাকেত গোখলেকে।