০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জানুয়ারিতেই কাউন্সেলিং শুরু করবে এসএসসি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 54

পুবের কলম প্রতিবেদক: যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া এবার শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ইতিমধ্যেই  কমিশনের পক্ষ থেকে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৬৫ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে।

চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ থেকে নয়। যোগ্যদের উপেক্ষা করে অযোগ্যদের চাকরি পাওয়ার ঘটনায় গান্ধীমূর্তির পাদদেশে রোদ-ঝড়-জল উপেক্ষা করেই চলছে আন্দোলন। চাকরি প্রার্থীদের একটাই দাবি, ‘হকের চাকরি চাই’।

আরও পড়ুন: এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। এছাড়াও নবম-দশমে যে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থী সুপারিশ পেয়েছিলেন, তাঁদেরও চাকরি দেওয়ার জন্য ডেকেছে এসএসসি। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং।

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি  মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে এসএসসি। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং-এর প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্যও ডাকা হয়। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হয় সেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

এর আগে ১৮৩ জন তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাতে দেখা যায় বেশ কিছু প্রার্থী শিক্ষকপদে কাজে যোগ দেননি। এরপরেই বিচারপতি ওই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি করেছে এসএসসি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানুয়ারিতেই কাউন্সেলিং শুরু করবে এসএসসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া এবার শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ইতিমধ্যেই  কমিশনের পক্ষ থেকে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৬৫ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে।

চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ থেকে নয়। যোগ্যদের উপেক্ষা করে অযোগ্যদের চাকরি পাওয়ার ঘটনায় গান্ধীমূর্তির পাদদেশে রোদ-ঝড়-জল উপেক্ষা করেই চলছে আন্দোলন। চাকরি প্রার্থীদের একটাই দাবি, ‘হকের চাকরি চাই’।

আরও পড়ুন: এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। এছাড়াও নবম-দশমে যে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থী সুপারিশ পেয়েছিলেন, তাঁদেরও চাকরি দেওয়ার জন্য ডেকেছে এসএসসি। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং।

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি  মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে এসএসসি। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং-এর প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্যও ডাকা হয়। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হয় সেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

এর আগে ১৮৩ জন তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাতে দেখা যায় বেশ কিছু প্রার্থী শিক্ষকপদে কাজে যোগ দেননি। এরপরেই বিচারপতি ওই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি করেছে এসএসসি।