০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুবায়েরের কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি, দিল্লি হাইকোর্টে জানাল পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 55

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি পুলিশের চার্জশিটে আপাতত স্বস্তি পেলেন অলট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদ। ২০১৮ সালের একটি টুইটের সূত্র ধরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় জামিন পেলেও দিল্লি হাইকোর্টে অন্য একটি মামলা ঝুলছিল তার বিরুদ্ধে। হাইকোর্টে সেই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছিলেন জুবায়ের। বৃহস্পতিবার পুলিশ আদালতকে জানিয়েছে, মুহাম্মদ জুবায়ের যে টুইটটি করেছিলেন তার সূত্র ধরে কেউ কোনও অপরাধ করেননি।

 

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

এমনকি তার নামও এফআইআরে ছিল না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ২০২০ সালের আগস্টে এক নাবালিকার ছবি পোস্ট করায় পকসো আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে টুইটারের মাধ্যমে একটি মেয়েকে হুমকি ও নির্যাতনের সম্মুখীন করেছেন জুবায়ের। তবে পুলিশ আদালতে জানিয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। জুবায়ের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি টুইটারের সূত্র ধরেও কোনও অপরাধ সংঘটিত হয়নি।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

 

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

এক নাবালিকার সঙ্গে জগদীশ সিং নামক এক ব্যক্তির প্রোফাইল পিকচার শেয়ার করে জুবায়ের লিখেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষকে হেনস্থা করা যে তার পার্ট টাইম জব, সেটা কি জগদীশের মিষ্টি নাতনি জানে? আমি বলব, আপনি ছবিটি বদলান।’ জগদীশ এর আগে বেশ কয়েকবার জুবায়েরকে মুসলমান হওয়ার কারণে হেনস্থা করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই এই পোস্টটি করেন জুবায়ের। মেয়েটির মুখ আবছা করে দিলেও জগদীশ এ নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন পকসো আইনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুবায়েরের কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি, দিল্লি হাইকোর্টে জানাল পুলিশ

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি পুলিশের চার্জশিটে আপাতত স্বস্তি পেলেন অলট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদ। ২০১৮ সালের একটি টুইটের সূত্র ধরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় জামিন পেলেও দিল্লি হাইকোর্টে অন্য একটি মামলা ঝুলছিল তার বিরুদ্ধে। হাইকোর্টে সেই অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছিলেন জুবায়ের। বৃহস্পতিবার পুলিশ আদালতকে জানিয়েছে, মুহাম্মদ জুবায়ের যে টুইটটি করেছিলেন তার সূত্র ধরে কেউ কোনও অপরাধ করেননি।

 

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

এমনকি তার নামও এফআইআরে ছিল না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ২০২০ সালের আগস্টে এক নাবালিকার ছবি পোস্ট করায় পকসো আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে টুইটারের মাধ্যমে একটি মেয়েকে হুমকি ও নির্যাতনের সম্মুখীন করেছেন জুবায়ের। তবে পুলিশ আদালতে জানিয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। জুবায়ের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি টুইটারের সূত্র ধরেও কোনও অপরাধ সংঘটিত হয়নি।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

 

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

এক নাবালিকার সঙ্গে জগদীশ সিং নামক এক ব্যক্তির প্রোফাইল পিকচার শেয়ার করে জুবায়ের লিখেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষকে হেনস্থা করা যে তার পার্ট টাইম জব, সেটা কি জগদীশের মিষ্টি নাতনি জানে? আমি বলব, আপনি ছবিটি বদলান।’ জগদীশ এর আগে বেশ কয়েকবার জুবায়েরকে মুসলমান হওয়ার কারণে হেনস্থা করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই এই পোস্টটি করেন জুবায়ের। মেয়েটির মুখ আবছা করে দিলেও জগদীশ এ নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন পকসো আইনে।