নেদারল্যান্ডসে জনপ্রিয় নাম ‘নূহ’ ও ‘মুহম্মদ’

- আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় দেশ নেদারল্যান্ডসে গত বছর নবজাতক ছেলেদের জন্য রাখা নামের তালিকায় সবার শীর্ষে ছিল ‘নূহ’ নামটি। জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে ছিল ‘মুহম্মদ’ নামটি। ডাচ সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত তথ্য বলছে, ২০২২ সালে নেদারল্যান্ডসে নবজাতক ছেলেদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় দু’টি নামই ছিল দুই নবীর নামে। শীর্ষে থাকা ‘নূহ’ নামটি রাখা হয়েছিল ৮৭১ জনের ক্ষেত্রে। আর ৬৭১ নবজাতকের নাম রাখা হয় ‘মুহম্মদ’। তবে মুহম্মদ নামের বানানে অনেক ভিন্নতা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে শীর্ষে ছিল ‘এমা’ নামটি। ৬৭৭ জনের ক্ষেত্রে এ নামটি রাখা হয়েছে। এদিকে পেরুতে এক সমীক্ষায় দেখা গেছে, গত বছর জন্ম নেওয়া ৩১ হাজার ৫৮৩টি শিশুর নাম রাখা হয়েছে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে। রোনালদো ছাড়াও সদ্য প্রয়াত পেলের নামে নাম রাখা হয়েছে ৭৩৮ শিশুর।