০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রেসিং চ্যাম্পিয়নশিপে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন জাতীয় রেসার কে ই কুমার,দেখুন সেই ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 36

 

 

আরও পড়ুন: দার্জিলিং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত দুই , আহত পাঁচ পর্যটক

 

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল মহারাষ্ট্রের সরকারি বাস, মৃত কমপক্ষে ১৫

পুবের কলম ওয়েবডেস্ক :  চেন্নাইয়ের মাদ্রাজ আন্তর্জাতিক সার্কিটে বসেছিল জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপে। সেখানেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন জনপ্রিয় রেসার কে ই কুমার। এক প্রতিযোগীর কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই নিহত হন রেসার কে ই কুমার।

সবার চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তাঁর গাড়িটি রানিং ট্র্যাকে স্লিপ খেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে  কে ই কুমারের গাড়িটি হটাৎই ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারছে।

 

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে লাল পতাকা দেখিয়ে থামিয়ে দেওয়া হয় রেস দুমড়েমুচড়ে  যাওয়া রেসিং কার থেকে কোনমতে বার করা হয় রেসার কে ই কুমারকে । ট্র্যাকের ধারে তাঁর প্রাথমিক চিকিৎসা করার পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসদের সমস্ত প্রচেষ্টা ব্যার্থ করে প্রয়াত হন তিনি।

 

গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিযোগিতার চেয়ারম্যান ভিকি চন্দক জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কে ই কুমার একজন অভিজ্ঞ রেসার ছিলেন। বেশ কয়েক দশক ধরে আমি তাঁকে চিনতাম। আমার বন্ধু ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেসিং চ্যাম্পিয়নশিপে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন জাতীয় রেসার কে ই কুমার,দেখুন সেই ভাইরাল ভিডিও

আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার

 

 

আরও পড়ুন: দার্জিলিং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত দুই , আহত পাঁচ পর্যটক

 

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল মহারাষ্ট্রের সরকারি বাস, মৃত কমপক্ষে ১৫

পুবের কলম ওয়েবডেস্ক :  চেন্নাইয়ের মাদ্রাজ আন্তর্জাতিক সার্কিটে বসেছিল জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপে। সেখানেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন জনপ্রিয় রেসার কে ই কুমার। এক প্রতিযোগীর কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই নিহত হন রেসার কে ই কুমার।

সবার চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তাঁর গাড়িটি রানিং ট্র্যাকে স্লিপ খেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে  কে ই কুমারের গাড়িটি হটাৎই ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারছে।

 

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে লাল পতাকা দেখিয়ে থামিয়ে দেওয়া হয় রেস দুমড়েমুচড়ে  যাওয়া রেসিং কার থেকে কোনমতে বার করা হয় রেসার কে ই কুমারকে । ট্র্যাকের ধারে তাঁর প্রাথমিক চিকিৎসা করার পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসদের সমস্ত প্রচেষ্টা ব্যার্থ করে প্রয়াত হন তিনি।

 

গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিযোগিতার চেয়ারম্যান ভিকি চন্দক জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কে ই কুমার একজন অভিজ্ঞ রেসার ছিলেন। বেশ কয়েক দশক ধরে আমি তাঁকে চিনতাম। আমার বন্ধু ছিল।