১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাপকে হত্যার অভিযোগে উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 86

প্রতীকী ছবি

 

 

আরও পড়ুন: IPS আত্মহত্যায় হরিয়ানার মুখ্যসচিব-ডিজিসহ ১৫ আমলার বিরুদ্ধে দায়ের এফআইআর

 

পুবের কলম ওয়েব :  একটি সাপকে হত্যার  অপরাধে এফআইআর  দায়ের করা হলো উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা  এক ব্যক্তির বিরুদ্ধে। ছাপরাউলি এলাকার শাবগা গ্রামে এই ঘটনা ঘটে। বনরক্ষীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় অভিযোগ।

আরও পড়ুন: “ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার বিরুদ্ধে দায়ের হল এফআইআর

 

আরও পড়ুন: দশ বছর ধরে ধর্ষণের অভিযোগ সাহিত্য আকাদেমি বিজয়ী লেখকের বিরুদ্ধে, দায়ের এফআইআর

পুলিশের এক আধিকারিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে এবং বন বিভাগ সোমবার এটি সম্পর্কে জানতে পেরেছে। গ্রামবাসীর মতে রাম শরণ নামে এক গ্রামবাসীর বাড়ি থেকে একটি সাপ বেরিয়ে আসে মূল অভিযুক্ত  স্বলিন সেখানে এসে সাপটিকে হত্যা করে।  বিভাগীয় বন আধিকারিক হেমন্ত কুমার শেঠ সংবাদসংস্থাকে জানিয়েছেন, সাপটিকে হত্যার অভিযোগে স্বলিনের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।  বনরক্ষী সঞ্জয় কুমারের দায়ের জানিয়েছেন কোন ভারী বস্তু দিয়ে আঘাত করে সাপটিকে হত্যা করা হয়। বিভাগীয় বন আধিকারিক  আরও জানিয়েছেন সাপটির ময়নাতদন্ত করার পরেই মৃত্যুর কারণ বোঝা যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাপকে হত্যার অভিযোগে উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: IPS আত্মহত্যায় হরিয়ানার মুখ্যসচিব-ডিজিসহ ১৫ আমলার বিরুদ্ধে দায়ের এফআইআর

 

পুবের কলম ওয়েব :  একটি সাপকে হত্যার  অপরাধে এফআইআর  দায়ের করা হলো উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা  এক ব্যক্তির বিরুদ্ধে। ছাপরাউলি এলাকার শাবগা গ্রামে এই ঘটনা ঘটে। বনরক্ষীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় অভিযোগ।

আরও পড়ুন: “ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার বিরুদ্ধে দায়ের হল এফআইআর

 

আরও পড়ুন: দশ বছর ধরে ধর্ষণের অভিযোগ সাহিত্য আকাদেমি বিজয়ী লেখকের বিরুদ্ধে, দায়ের এফআইআর

পুলিশের এক আধিকারিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে এবং বন বিভাগ সোমবার এটি সম্পর্কে জানতে পেরেছে। গ্রামবাসীর মতে রাম শরণ নামে এক গ্রামবাসীর বাড়ি থেকে একটি সাপ বেরিয়ে আসে মূল অভিযুক্ত  স্বলিন সেখানে এসে সাপটিকে হত্যা করে।  বিভাগীয় বন আধিকারিক হেমন্ত কুমার শেঠ সংবাদসংস্থাকে জানিয়েছেন, সাপটিকে হত্যার অভিযোগে স্বলিনের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।  বনরক্ষী সঞ্জয় কুমারের দায়ের জানিয়েছেন কোন ভারী বস্তু দিয়ে আঘাত করে সাপটিকে হত্যা করা হয়। বিভাগীয় বন আধিকারিক  আরও জানিয়েছেন সাপটির ময়নাতদন্ত করার পরেই মৃত্যুর কারণ বোঝা যাবে।