পুবের কলম ওয়েবডেস্কঃ এক বিবৃতিতে তালিবান মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন “আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসনকারীদের জন্য কাজ করেছে বা তাদের সাহায্য করেছে, অথবা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছে – তাদের সবার জন্য ইসলামিক আমিরশাহী দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন।” টুইটারে দোহায় অবস্থানরত তালিবান মুখপাত্র সুহেল শাহিনের এই বিবৃতিটি প্রকাশিত হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ক্ষমা ঘোষণা করল তালিবান, বিবৃতি দিয়ে জানালেন মুখপাত্র সুহেল শাহিন
-
সুস্মিতা - আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার
- 81
ট্যাগ :
Taliban has apologized
সর্বধিক পাঠিত






























