২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসের গ্যারে ডু নর্ড স্টেশনে ছুরি দিয়ে যাত্রীদের এলোপাথাড়ি কোপ আততায়ীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 31

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: প্যারিসে গ্যারে ডু নর্ড স্টেশনে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি। আহত বেশ কয়েকজন। বুধবার সকালে প্যারিসের সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন একটি ট্যুইট করে জানিয়েছেন, পুলিশ আক্রমণকারীকে নিরস্ত্র করেছে। সূত্রের খবর, পুলিশ ওই ব্যক্তিতে নিরস্ত্র করতে তার দিকে লক্ষ্য করে বন্দুক ধরে।

রেল অপারেটর এসএনসিএফ-এর উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রান্সইনফো জানিয়েছে, ট্রেন স্টেশনের অভ্যন্তরে 0640 CET (0540 GMT) আশেপাশে এই হামলার ঘটনা ঘটে। গ্যারে ডু নর্ড স্টেশনটি ইউরোপের একটি ব্যস্ততম জংশন। প্যারিসের সঙ্গে সংযুক্ত করছে। লন্ডন এবং ইউরোপের উত্তরের মধ্যে একটি প্রধান সংযোগ। তবে পুলিশ স্টেশনটিকে সুরক্ষিত করে যাত্রীদের আশ্বস্ত করেছে। ফলে কিছুক্ষণ পর থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: প্যারিসের বারে বন্দুক হামলায় হতাহত পাঁচ

আরও পড়ুন: পর্যটকদের জন্য খুলছে আইফেল টাওয়ার, প্রবেশে রাখতে হবে করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্যারিসের গ্যারে ডু নর্ড স্টেশনে ছুরি দিয়ে যাত্রীদের এলোপাথাড়ি কোপ আততায়ীর

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্যারিসে গ্যারে ডু নর্ড স্টেশনে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি। আহত বেশ কয়েকজন। বুধবার সকালে প্যারিসের সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন একটি ট্যুইট করে জানিয়েছেন, পুলিশ আক্রমণকারীকে নিরস্ত্র করেছে। সূত্রের খবর, পুলিশ ওই ব্যক্তিতে নিরস্ত্র করতে তার দিকে লক্ষ্য করে বন্দুক ধরে।

রেল অপারেটর এসএনসিএফ-এর উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রান্সইনফো জানিয়েছে, ট্রেন স্টেশনের অভ্যন্তরে 0640 CET (0540 GMT) আশেপাশে এই হামলার ঘটনা ঘটে। গ্যারে ডু নর্ড স্টেশনটি ইউরোপের একটি ব্যস্ততম জংশন। প্যারিসের সঙ্গে সংযুক্ত করছে। লন্ডন এবং ইউরোপের উত্তরের মধ্যে একটি প্রধান সংযোগ। তবে পুলিশ স্টেশনটিকে সুরক্ষিত করে যাত্রীদের আশ্বস্ত করেছে। ফলে কিছুক্ষণ পর থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: প্যারিসের বারে বন্দুক হামলায় হতাহত পাঁচ

আরও পড়ুন: পর্যটকদের জন্য খুলছে আইফেল টাওয়ার, প্রবেশে রাখতে হবে করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট