২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা ইসরাইলের

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের চিকিৎসা সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যায়নবাদী শাসকরা। ইসরাইল সরকার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবার জন্য অতি প্রয়োজনীয় এক্স-রে মেশিন গাজায় প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, একাধিক নতুন এক্স-রে মেশিনের পাশাপাশি পুরনো মেশিনগুলোর ১৪ ধরনের ডিভাইস ও পার্টস আনার অনুরোধ গত ১৪ মাস ধরে প্রত্যাখ্যান করা হচ্ছে অথবা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

মন্ত্রকের পরিচালক মেধাত আব্বাস বলেন, গাজায় অবস্থিত হাসপাতালগুলোর পক্ষে আন্তর্জাতিক ত্রাণ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এই যন্ত্রপাতির খরচ বহন করছে। তিনি বলেন, ‘পৃথিবীতে আর কোথাও এমন ঘটনা খুঁজে পাওয়া যাবে না যেখানে দখলদার শক্তি ওষুধ অথবা স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত সরঞ্জাম আনার অনুমতি দেয় না।’ তিনি বলেন, ‘যখন ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রয়োজন তখন কেন এমন হয়?

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

তাদের মেডিক্যাল যন্ত্রপাতি কেনার জন্য কেন বছরের পর বছর অপেক্ষা করতে হয় কিংবা এক বছর অপেক্ষা করার পর আবেদন প্রত্যাখ্যান করা হয়?’ তিনি এ ঘটনাকে ‘ভীষণ যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেন। এদিকে ইসরাইল দাবি করেছে, চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি করে হামাস সেগুলোকে সামরিক কাজে ব্যবহার করে। তবে আব্বাস ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা ইসরাইলের

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের চিকিৎসা সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যায়নবাদী শাসকরা। ইসরাইল সরকার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবার জন্য অতি প্রয়োজনীয় এক্স-রে মেশিন গাজায় প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, একাধিক নতুন এক্স-রে মেশিনের পাশাপাশি পুরনো মেশিনগুলোর ১৪ ধরনের ডিভাইস ও পার্টস আনার অনুরোধ গত ১৪ মাস ধরে প্রত্যাখ্যান করা হচ্ছে অথবা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

মন্ত্রকের পরিচালক মেধাত আব্বাস বলেন, গাজায় অবস্থিত হাসপাতালগুলোর পক্ষে আন্তর্জাতিক ত্রাণ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এই যন্ত্রপাতির খরচ বহন করছে। তিনি বলেন, ‘পৃথিবীতে আর কোথাও এমন ঘটনা খুঁজে পাওয়া যাবে না যেখানে দখলদার শক্তি ওষুধ অথবা স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত সরঞ্জাম আনার অনুমতি দেয় না।’ তিনি বলেন, ‘যখন ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রয়োজন তখন কেন এমন হয়?

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

তাদের মেডিক্যাল যন্ত্রপাতি কেনার জন্য কেন বছরের পর বছর অপেক্ষা করতে হয় কিংবা এক বছর অপেক্ষা করার পর আবেদন প্রত্যাখ্যান করা হয়?’ তিনি এ ঘটনাকে ‘ভীষণ যন্ত্রণাদায়ক’ বলে মন্তব্য করেন। এদিকে ইসরাইল দাবি করেছে, চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি করে হামাস সেগুলোকে সামরিক কাজে ব্যবহার করে। তবে আব্বাস ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।