৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত থাকার পর রবিবার সৌদি আরবে পা রাখলেন প্রথম বিদেশি ওমরাহ হজযাত্রীরা

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে বিদেশি তীর্থযাত্রীদের ওমরাহ পালনের অনুমতি প্রদান স্থগিত রেখেছিল সৌদি আরব। খুব সম্প্রতি সেই অনুমতি পুনরায় প্রদান করা হলেও জানানো হয়েছে কোভিড টিকাকরণের দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই মিলবে ওমরাহর অনুমতি।
সেই মোতাবেক রবিবার সৌদি আরবের বিমানবন্দরে পা রাখলেন ওমরাহ করতে আসা প্রথম বিদেশি হজযাত্রীরা। বিমানবন্দরে তাঁদের খেজুর, ফুল এবং জমজমের পানি দিয়ে স্বাগত জাননো হয়।
হজ ও ওমরাহ উপমন্ত্রী আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত বলেন, সৌদি ওমরাহর সব বিদেশি হজযাত্রীদের সেবা করার প্রস্তুতি নিয়েছে এবং হাজীদের আগমনের স্থান থেকে প্রস্থান পর্যন্ত সর্বোত্তম সেবা প্রদানে নিয়োজিত থাকবে।
ওমরাহ করতে আসা হজযাত্রীদের নিতে হবে জনসন এন্ড জনসন, মর্ডানা, ফাইজার, আ্যস্ট্রোজেনেকা অথবা বায়োটেক অনুমোদিত করোনার প্রতিষেধক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি পাড়ায়, প্রাথমিক শিক্ষাও এখানে, স্মরণ করছে এলাকার বুদ্ধিজীবীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থগিত থাকার পর রবিবার সৌদি আরবে পা রাখলেন প্রথম বিদেশি ওমরাহ হজযাত্রীরা

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে বিদেশি তীর্থযাত্রীদের ওমরাহ পালনের অনুমতি প্রদান স্থগিত রেখেছিল সৌদি আরব। খুব সম্প্রতি সেই অনুমতি পুনরায় প্রদান করা হলেও জানানো হয়েছে কোভিড টিকাকরণের দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই মিলবে ওমরাহর অনুমতি।
সেই মোতাবেক রবিবার সৌদি আরবের বিমানবন্দরে পা রাখলেন ওমরাহ করতে আসা প্রথম বিদেশি হজযাত্রীরা। বিমানবন্দরে তাঁদের খেজুর, ফুল এবং জমজমের পানি দিয়ে স্বাগত জাননো হয়।
হজ ও ওমরাহ উপমন্ত্রী আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত বলেন, সৌদি ওমরাহর সব বিদেশি হজযাত্রীদের সেবা করার প্রস্তুতি নিয়েছে এবং হাজীদের আগমনের স্থান থেকে প্রস্থান পর্যন্ত সর্বোত্তম সেবা প্রদানে নিয়োজিত থাকবে।
ওমরাহ করতে আসা হজযাত্রীদের নিতে হবে জনসন এন্ড জনসন, মর্ডানা, ফাইজার, আ্যস্ট্রোজেনেকা অথবা বায়োটেক অনুমোদিত করোনার প্রতিষেধক।