১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘উইপোকা কামড়ালেও দিল্লি থেকে টিম পাঠায়, কথায় কথায় এখন আদালতে মামলা’, আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে নিশানা মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 83

পুবের কলম, ওয়েবডেস্ক:  আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কেন্দ্রেকে লাগাতার তোপ দেখে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তিনি।  মুখ্যমন্ত্রী এদিন বলেন,  কেন্দ্র ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্রীয় সরকার সব ফান্ড বন্ধ করে দিয়েছে। রাজ্যের টাকা রাজ্যকেই দিচ্ছে না কেন্দ্র। বন্যা হলেও টাকা দেয় না, নদী ভাঙনে টাকা দেয় না ।  প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না।   ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারকে কার্ড দিয়েছি।  কিন্তু  এবার তো নকুলদানা কিনতে হলেও ট্যাক্স দিতে হবে।

ভোটের আগে চা-বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু কোথায় কি? আমরা যা বলি করে দেখাই।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

মমতা এদিন বলেন, উইপোকা কামড়ালেও দিল্লি থেকে টিম পাঠায়। কথায় কথায় এখন আদালতে মামলা চলছে। বর্ডারে বিএসএফ মারলে কটা টিম পাঠায়? রাজ্যে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ আসে।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী এদিন বলেন, চাকরি দিতে গেলে মামলা বন্ধ করে দেয়। রাজ্যের ছেলে-মেয়েরা চাকরি পেলে আপত্তি কোথায়? এদিন মোদির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সব জায়গায় ওঁনার ছবি। এমন করছেন, যেন সব কাজ উনিই করছেন। তাহলে মৃত্যু হলে ওঁনার ছবি থাকবে না কেন? মুখ্যমন্ত্রী বলেন, ছবি ওই ভাবে দেওয়া যায় না, মানুষ যাকে ভালোবাসে তার ছবি টাঙাতে হয়।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

আলিপুরদুয়ারে মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী বলেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় আমার সঙ্গে গিয়েছিল। তার অভিষেক আমার সঙ্গে এখানেও এসেছে। আমি ওকে মঞ্চে উঠতে বলেছিলাম। কিন্তু অভিষেক বলল, ও সরকারি অনুষ্ঠান, তাই আমি মঞ্চে উঠব না। অভিষেক একজন সাংসদ। এখানেও অনেক রাজনৈতিক নেতা রয়েছেন। আমি অভিষেককে বলেছি, মঞ্চে উঠে সকলের উদ্দেশে নমস্কার জানাতে।

এদিন আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে সবাইকে এক হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘উইপোকা কামড়ালেও দিল্লি থেকে টিম পাঠায়, কথায় কথায় এখন আদালতে মামলা’, আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে নিশানা মমতার

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কেন্দ্রেকে লাগাতার তোপ দেখে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তিনি।  মুখ্যমন্ত্রী এদিন বলেন,  কেন্দ্র ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্রীয় সরকার সব ফান্ড বন্ধ করে দিয়েছে। রাজ্যের টাকা রাজ্যকেই দিচ্ছে না কেন্দ্র। বন্যা হলেও টাকা দেয় না, নদী ভাঙনে টাকা দেয় না ।  প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না।   ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারকে কার্ড দিয়েছি।  কিন্তু  এবার তো নকুলদানা কিনতে হলেও ট্যাক্স দিতে হবে।

ভোটের আগে চা-বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু কোথায় কি? আমরা যা বলি করে দেখাই।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

মমতা এদিন বলেন, উইপোকা কামড়ালেও দিল্লি থেকে টিম পাঠায়। কথায় কথায় এখন আদালতে মামলা চলছে। বর্ডারে বিএসএফ মারলে কটা টিম পাঠায়? রাজ্যে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ আসে।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী এদিন বলেন, চাকরি দিতে গেলে মামলা বন্ধ করে দেয়। রাজ্যের ছেলে-মেয়েরা চাকরি পেলে আপত্তি কোথায়? এদিন মোদির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, সব জায়গায় ওঁনার ছবি। এমন করছেন, যেন সব কাজ উনিই করছেন। তাহলে মৃত্যু হলে ওঁনার ছবি থাকবে না কেন? মুখ্যমন্ত্রী বলেন, ছবি ওই ভাবে দেওয়া যায় না, মানুষ যাকে ভালোবাসে তার ছবি টাঙাতে হয়।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

আলিপুরদুয়ারে মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী বলেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় আমার সঙ্গে গিয়েছিল। তার অভিষেক আমার সঙ্গে এখানেও এসেছে। আমি ওকে মঞ্চে উঠতে বলেছিলাম। কিন্তু অভিষেক বলল, ও সরকারি অনুষ্ঠান, তাই আমি মঞ্চে উঠব না। অভিষেক একজন সাংসদ। এখানেও অনেক রাজনৈতিক নেতা রয়েছেন। আমি অভিষেককে বলেছি, মঞ্চে উঠে সকলের উদ্দেশে নমস্কার জানাতে।

এদিন আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে সবাইকে এক হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।