বজায় থাকবে বন্ধুত্ব, ভারতের পাশে থাকার আশ্বাস তালিবানের

- আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তান জয়ের পর ভারতের পাশে থাকার আশ্বাস তালিবানের। বিগতদিনগুলিতে আফগানিস্তানের উন্নয়ন, কাজে সহযোগিতা ও মানবিক কার্যক্রম পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। তালেবান মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে বিগত বছরগুলোতে ভারত যেসব কাজ করেছে তার জন্য এই দেশটিকে ধন্যবাদ।
তালিবান ক্ষমতা দখল পর সবচেয়ে ভয়ের বাতাবরণ তৈরি হয় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে। সেই ব্যাপারে তালিবান মুখপাত্র সুহাইল শাহিন আশ্বাস দিয়ে জানিয়য়েছেন, কূটনীতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। তাদের কোনও ক্ষতি করা হবে না।
তালিবান মুখপাত্র উগ্র জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে তালিবানের সম্পর্ক থাকার বিষয়টিকে সম্পূর্ণ নস্যাৎ করে বলেন, ভারতসহ কোনও দেশেই হামলা চালানোর কাজে আফগান ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না তালিবান।
সম্প্রতি কাবুল দখলের দোরগোড়ায় এসে আফগানিস্তানে সেনা পাঠালে বিপদ আছে বলে, ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। এরপর তালিবানের ক্ষমতা দখলের পর থেকেই দেশের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। তবে তালিবানের মুখপাত্র সুহাইল শাহিনের আশ্বাসে ভারত অনেকটাই আশ্বস্থ বলে করছে ওয়াকিফহাল মহল।