১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কর্ম জীবনে ভালো কাজের স্বীকৃতি, প্রজাতন্ত্র দিবসে সম্মানিত কেন্দ্র-রাজ্যের ৯০১ জন পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক:  কর্ম জীবনে ভালো কাজের জন্য সম্মানিত কেন্দ্র ও রাজ্যের ৯০১ জন পুলিশ। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ  পদক পাচ্ছেন৷  পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি।

৯৩ জন পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং ৬৬৮ জন মেধাবী সেবার জন্য পুলিশ পদক (পিএম) পেয়েছেন।

আরও পড়ুন: কেরিয়ারের দিশা দেখাচ্ছে মুম্বইয়ের মসজিদ

স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪০টি চরম উত্তেজনাপূর্ণ এলাকার ৮০ জন ও জম্মু-কাশ্মীরের ৪৫ জন কর্মী বীরত্বের জন্য পুরস্কার পাবেন। বীরত্বের পুরস্কার পাওয়া কর্মীদের মধ্যে ৪৮ জন সিআরপিএফ থেকে ২৫ জন জম্মু-কাশ্মীর পুলিশের, ৯ জন ঝাড়খণ্ডের, সাতজন দিল্লি, ছত্তিশগড়, এবং বিএসএফ থেকে বাকিরা অন্যান্য রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্য থেকে।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার

প্রসঙ্গত, পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (পিএমজি) জীবন ও সম্পত্তি রক্ষায় বা অপরাধ প্রতিরোধ বা অপরাধীদের গ্রেফতারের সুপষ্ট বীরত্বের ভিত্তিতে প্রদান করা হয়। ডিস্টিংগুইশড সার্ভিসের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পুলিশ পরিষেবায় বিশেষ রেকর্ডের জন্য ও পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস (পিএম) প্রদান করা হয় কর্তব্যের প্রতি নিষ্ঠার মূল্যবান পরিষেবার জন্য।

বাংলা থেকে পুলিশ মেডেল পাচ্ছেন কলকাতা পুলিশের ACP শ্রী ধীরেন্দ্র সিং, IGP ভবানী ভবন শ্রী সুনীল কুমার চৌধুরী, ডিএসপি ভবানী ভবন শঙ্কর প্রসাদ ঘোরাই। ইনস্পেকটর স্বরূপ কান্তি পাহাড়ি। সুব্রত দে, এসটিএফ, কলকাতা পুলিশে কর্মরত। ইনস্পেকটর অচিন্ত সরকার (আলিপুর), ব্যারাকপুরের সমাপ্তি বন্দ্যোপাধ্যায়, লর্ড সিনহা রোডের ইনস্পেকটর নীলমণি নন্দি, বডি গার্ড লাইনের ডিসিপি উজ্জ্বল হাজরা। ইসলামপুরের কনস্টেবল ড্রাইভার বিশ্বজিত রায়। লর্ড সিনহা রোডের কনস্টেবল অমল মল্লিক। সালুয়ার নায়েক সুভেদার অরুণ কুমার তামাং, আলিপুর এএসআই বুলু সেনাপতি, বডি গার্ড লাইনের এএসআই অসীম কুমার সাহা। আরক্ষ ভবনের এসআই তপন রায়, পূর্ব মেদিনীপুরের এসআই অমর চন্দ্র ধীবর, এএসআই স্বপন কুমার হুদাইদ, আলিপুরদুয়ারের ইনস্পেকটর ইন চার্জ বাসুদেব সরকার। বারাকপুর কোর্টের কনস্টেবল পুর্নিমা ঘোষ, বেলবিডার রোডের কনস্টেবল শঙ্কর মজুমদার ২০২৩ সালের পুলিশ মেডেল প্রাপকদের তালিকাতে রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ম জীবনে ভালো কাজের স্বীকৃতি, প্রজাতন্ত্র দিবসে সম্মানিত কেন্দ্র-রাজ্যের ৯০১ জন পুলিশ

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কর্ম জীবনে ভালো কাজের জন্য সম্মানিত কেন্দ্র ও রাজ্যের ৯০১ জন পুলিশ। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ  পদক পাচ্ছেন৷  পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি।

৯৩ জন পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং ৬৬৮ জন মেধাবী সেবার জন্য পুলিশ পদক (পিএম) পেয়েছেন।

আরও পড়ুন: কেরিয়ারের দিশা দেখাচ্ছে মুম্বইয়ের মসজিদ

স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪০টি চরম উত্তেজনাপূর্ণ এলাকার ৮০ জন ও জম্মু-কাশ্মীরের ৪৫ জন কর্মী বীরত্বের জন্য পুরস্কার পাবেন। বীরত্বের পুরস্কার পাওয়া কর্মীদের মধ্যে ৪৮ জন সিআরপিএফ থেকে ২৫ জন জম্মু-কাশ্মীর পুলিশের, ৯ জন ঝাড়খণ্ডের, সাতজন দিল্লি, ছত্তিশগড়, এবং বিএসএফ থেকে বাকিরা অন্যান্য রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্য থেকে।

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার

প্রসঙ্গত, পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (পিএমজি) জীবন ও সম্পত্তি রক্ষায় বা অপরাধ প্রতিরোধ বা অপরাধীদের গ্রেফতারের সুপষ্ট বীরত্বের ভিত্তিতে প্রদান করা হয়। ডিস্টিংগুইশড সার্ভিসের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পুলিশ পরিষেবায় বিশেষ রেকর্ডের জন্য ও পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস (পিএম) প্রদান করা হয় কর্তব্যের প্রতি নিষ্ঠার মূল্যবান পরিষেবার জন্য।

বাংলা থেকে পুলিশ মেডেল পাচ্ছেন কলকাতা পুলিশের ACP শ্রী ধীরেন্দ্র সিং, IGP ভবানী ভবন শ্রী সুনীল কুমার চৌধুরী, ডিএসপি ভবানী ভবন শঙ্কর প্রসাদ ঘোরাই। ইনস্পেকটর স্বরূপ কান্তি পাহাড়ি। সুব্রত দে, এসটিএফ, কলকাতা পুলিশে কর্মরত। ইনস্পেকটর অচিন্ত সরকার (আলিপুর), ব্যারাকপুরের সমাপ্তি বন্দ্যোপাধ্যায়, লর্ড সিনহা রোডের ইনস্পেকটর নীলমণি নন্দি, বডি গার্ড লাইনের ডিসিপি উজ্জ্বল হাজরা। ইসলামপুরের কনস্টেবল ড্রাইভার বিশ্বজিত রায়। লর্ড সিনহা রোডের কনস্টেবল অমল মল্লিক। সালুয়ার নায়েক সুভেদার অরুণ কুমার তামাং, আলিপুর এএসআই বুলু সেনাপতি, বডি গার্ড লাইনের এএসআই অসীম কুমার সাহা। আরক্ষ ভবনের এসআই তপন রায়, পূর্ব মেদিনীপুরের এসআই অমর চন্দ্র ধীবর, এএসআই স্বপন কুমার হুদাইদ, আলিপুরদুয়ারের ইনস্পেকটর ইন চার্জ বাসুদেব সরকার। বারাকপুর কোর্টের কনস্টেবল পুর্নিমা ঘোষ, বেলবিডার রোডের কনস্টেবল শঙ্কর মজুমদার ২০২৩ সালের পুলিশ মেডেল প্রাপকদের তালিকাতে রয়েছে।