ভারত জোড়ো যাত্রা’র শেষ দিনে বরফ নিয়ে খেললেন রাহুল-প্রিয়াঙ্কা, ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠান আজ
ইমামা খাতুন
- আপডেট :
৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক:চারমাস আগে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে। শেষ হচ্ছে কাশ্মীরে। রাহুল গান্ধির ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি হতে চলেছে আজ, সোমবার। আজ জম্মু ও কাশ্মীরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে কংগ্রেসের মেগা র্যালির মধ্য দিয়ে ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি ঘোষণা করবে কংগ্রেস।
সূত্রের খবর, কংগ্রেসের তরফে অনুষ্ঠানে প্রায় ২১ টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল । তার মধ্যে ১২ টি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । তৃণমূল সেখানে যোগ দিচ্ছে না বলেই খবর ।
জানা গিয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা’-র সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), আরজেডি, জেডিইউ, ডিএমকে ,শিবসেনা, সিপিএম-সহ ১২টি দল । যোগ দিচ্ছে না তৃণমূল, সমাজবাদী পার্টি, তেলগু দেশম পার্টি-সহ আরও বেশ কয়েকটি দল ।
সোমবার কংগ্রেসের এই পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারে তুষারপাত। সকাল থেকেই শ্রীনগর জুড়ে তুষারপাত হচ্ছে। বরফ নিয়ে খেলতে দেখা গেছে রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধিকে।
শ্রীনগরে তুষারপাত হচ্ছে। কমে গেছে দৃশ্যমানতাও। এর জেরে শ্রীনগরগামী সব বিমান দেরিতে উড়ছে। ভিস্তারা বিমান সংস্থা তাদের ২টি বিমান বাতিলও করেছে।
রবিবার রাহুলের যাত্রা শেষ হয় লালচকে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সনিয়া-পুত্র। সোমবার আনুষ্ঠানিক ভাবে শেষ হবে এই যাত্রা। ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে উপত্যকায়।