০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা মালদহে,  মৃত ২ মহিলা

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 231

PIC- COLLECTED

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল মালদহ। এই ঘটনায়  এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৩৯ জন। এমনকি ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালদহ থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। সরকারি বাসটি মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল। পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। বাসটিকে খাল থেকে তোলা হয়েছে। আহতদের  বাস থেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতরা দু’জনই মহিলা।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

উল্লেখ্য,আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের প্রতি ট্যুইটে সমবেদনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারই মালদহে বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বাসে থাকা যাত্রীরা সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গাজোল মাঠে ওই সভা থেকে বিশেষ প্রকল্পের জন্য নাম ঘোষণা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জমির পাট্টা দেওয়ার কথা রয়েছে। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাস উলটে যাওয়ার খবর পেয়ে ছুটে যান এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা মালদহে,  মৃত ২ মহিলা

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল মালদহ। এই ঘটনায়  এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৩৯ জন। এমনকি ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালদহ থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। সরকারি বাসটি মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল। পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। বাসটিকে খাল থেকে তোলা হয়েছে। আহতদের  বাস থেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতরা দু’জনই মহিলা।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

উল্লেখ্য,আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের প্রতি ট্যুইটে সমবেদনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারই মালদহে বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বাসে থাকা যাত্রীরা সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গাজোল মাঠে ওই সভা থেকে বিশেষ প্রকল্পের জন্য নাম ঘোষণা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জমির পাট্টা দেওয়ার কথা রয়েছে। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাস উলটে যাওয়ার খবর পেয়ে ছুটে যান এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে