৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোররাতে অসম-মিজো সীমান্তে ফের চলল গুলি, জখম এক, আটক তিন

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের গুলি চললো অসম-মিজোরাম সীমান্তে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাত, রাত প্রায় দুটো নাগাদ এই ঘটনা ঘটেছে। এই গুলি চালানোর ঘটনায় একজন মিজোরামের এক বাসিন্দা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
হাউকালিন্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন গভীর রাত, রাত প্রায় দুটোর সময় সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধিকারিকদের। অসম পুলিশ নাকি এরপর সেই ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে সেখানে তারা কি করছে। সেই সময় পাহাড়ের উপর থেকে উপর গুলি চালানো শুরু হয়। এর পাল্টা অসম পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় সেই ব্যক্তিরাও পালিয়ে যায়।
পুলিশ সুপারের আরও দাবি কোনও সাধারণ মানুষ ভোর রাত দুটোর সময় সীমান্তে চলাচল করবেন না। মিজোরাম সরকার অকারণ দোষারোপ করছেন। ঘটনায় তিনজন ব্যক্তিকে আটক করে অসম পুলিশ। সেই এলাকাটি অসমে ছিল। তাঁ আরও বক্তব্য, যেই এলাকায় ঘটনাটি ঘটে, তা কোনও ভাবেই বিতর্কিত নয়, না হলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যেতেন এবং হস্তক্ষেপ করতেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি পাড়ায়, প্রাথমিক শিক্ষাও এখানে, স্মরণ করছে এলাকার বুদ্ধিজীবীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোররাতে অসম-মিজো সীমান্তে ফের চলল গুলি, জখম এক, আটক তিন

আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের গুলি চললো অসম-মিজোরাম সীমান্তে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাত, রাত প্রায় দুটো নাগাদ এই ঘটনা ঘটেছে। এই গুলি চালানোর ঘটনায় একজন মিজোরামের এক বাসিন্দা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
হাউকালিন্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন গভীর রাত, রাত প্রায় দুটোর সময় সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধিকারিকদের। অসম পুলিশ নাকি এরপর সেই ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে সেখানে তারা কি করছে। সেই সময় পাহাড়ের উপর থেকে উপর গুলি চালানো শুরু হয়। এর পাল্টা অসম পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় সেই ব্যক্তিরাও পালিয়ে যায়।
পুলিশ সুপারের আরও দাবি কোনও সাধারণ মানুষ ভোর রাত দুটোর সময় সীমান্তে চলাচল করবেন না। মিজোরাম সরকার অকারণ দোষারোপ করছেন। ঘটনায় তিনজন ব্যক্তিকে আটক করে অসম পুলিশ। সেই এলাকাটি অসমে ছিল। তাঁ আরও বক্তব্য, যেই এলাকায় ঘটনাটি ঘটে, তা কোনও ভাবেই বিতর্কিত নয়, না হলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যেতেন এবং হস্তক্ষেপ করতেন।