১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সুশান্ত সিং রাজপুত হতে চাই না আমি’, রাখি প্রসঙ্গে নীরবতা ভেঙে বিস্ফোরক আদিল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানির বিয়ে। রাখি বেশ কয়েকদিন ধরেই একের পর এক অভিযোগ এনে চলেছেন আদিলের সম্পর্কে। কিছু বলতে দেখা যায়নি আদিলকে।
কিন্তু এবার সেই নীরবতা ভেঙে আদিল জানালেন, আমি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো আমার অবস্থা হোক তা চাই না। কয়েকদিন আগেই রাখি আমাকে হুমকি দিয়ে বলেছে, মুম্বই তার মালিকানাধীন, তাই আমার সঙ্গে যা কিছু করতে পারে। আদিল আরও জানান, আমি যদি কিছু বলি তাহলে ও (রাখি) আরও কিছু বলার সুযোগ পাবে।

কিছুদিন আগেই  রাখি সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, তার বিয়ে ভেঙে যাচ্ছে। কারণ আদিল তার সঙ্গে প্রতারণা করছেন। কেন এই ধরনের ঘটনা ঘটছে তিনি কিছু বুঝতে পারছেন না। তিনি বুঝতে পারলে পরে সব জানাবেন। এখন তাকে একা থাকতে দেওয়া হোক।

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৬ সদস্যের

রাখি আরও জানিয়েছিলেন, যেন এই সময় আদিলের সাক্ষাৎকার নেওয়া না হয়। কারণ আদিল সব মিথ্যা কথা বলবে। রাখির অভিযোগ, আদিল বিনোদন জগতের ব্যবসায় তাকে ব্যবহার করেছে।

রাখির কথায়, সমস্ত অন্তর দিয়ে ভালোবেসে তিনি আদিলকে বিয়ে করেছিলেন কিন্তু তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ন্যায় বিচার চান তিনি। তবে তার সঙ্গে কোনও অন্যায় হলে তিনি ছেড়ে কথা বলবেন না।

এর পরেই মুখ খোলেন আদিল। তিনি মিডিয়ার সামনে বলেন, আমি চুপ করে আছি মানে এই নয় যে আমার নামে যা বলা হচ্ছে আমি সেটা মেনে নেব। আমি আমার ধর্মকে ভালোবাসি। আমি মহিলাদের সম্মান করতে জানি। চুপ আছি মানে এই নয়, আমার নামে একজন মহিলা যা খুশি তাই বলে যাবেন। আদিল আরও জানান, আমি রাখির পাশে ছিলাম যখন তার পাশে কেউ ছিল না। আমাকে বলা হয়েছে, আমি মুখ খুললে রেহাই পাব না। সুশান্ত সিং হতে চাই না আমি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সুশান্ত সিং রাজপুত হতে চাই না আমি’, রাখি প্রসঙ্গে নীরবতা ভেঙে বিস্ফোরক আদিল

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানির বিয়ে। রাখি বেশ কয়েকদিন ধরেই একের পর এক অভিযোগ এনে চলেছেন আদিলের সম্পর্কে। কিছু বলতে দেখা যায়নি আদিলকে।
কিন্তু এবার সেই নীরবতা ভেঙে আদিল জানালেন, আমি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো আমার অবস্থা হোক তা চাই না। কয়েকদিন আগেই রাখি আমাকে হুমকি দিয়ে বলেছে, মুম্বই তার মালিকানাধীন, তাই আমার সঙ্গে যা কিছু করতে পারে। আদিল আরও জানান, আমি যদি কিছু বলি তাহলে ও (রাখি) আরও কিছু বলার সুযোগ পাবে।

কিছুদিন আগেই  রাখি সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, তার বিয়ে ভেঙে যাচ্ছে। কারণ আদিল তার সঙ্গে প্রতারণা করছেন। কেন এই ধরনের ঘটনা ঘটছে তিনি কিছু বুঝতে পারছেন না। তিনি বুঝতে পারলে পরে সব জানাবেন। এখন তাকে একা থাকতে দেওয়া হোক।

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৬ সদস্যের

রাখি আরও জানিয়েছিলেন, যেন এই সময় আদিলের সাক্ষাৎকার নেওয়া না হয়। কারণ আদিল সব মিথ্যা কথা বলবে। রাখির অভিযোগ, আদিল বিনোদন জগতের ব্যবসায় তাকে ব্যবহার করেছে।

রাখির কথায়, সমস্ত অন্তর দিয়ে ভালোবেসে তিনি আদিলকে বিয়ে করেছিলেন কিন্তু তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ন্যায় বিচার চান তিনি। তবে তার সঙ্গে কোনও অন্যায় হলে তিনি ছেড়ে কথা বলবেন না।

এর পরেই মুখ খোলেন আদিল। তিনি মিডিয়ার সামনে বলেন, আমি চুপ করে আছি মানে এই নয় যে আমার নামে যা বলা হচ্ছে আমি সেটা মেনে নেব। আমি আমার ধর্মকে ভালোবাসি। আমি মহিলাদের সম্মান করতে জানি। চুপ আছি মানে এই নয়, আমার নামে একজন মহিলা যা খুশি তাই বলে যাবেন। আদিল আরও জানান, আমি রাখির পাশে ছিলাম যখন তার পাশে কেউ ছিল না। আমাকে বলা হয়েছে, আমি মুখ খুললে রেহাই পাব না। সুশান্ত সিং হতে চাই না আমি।