২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাইলট প্রশিক্ষণে বেনিয়ম, এয়ার এশিয়াকে ২০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-এর  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 48

 

 

আরও পড়ুন: ডিজিসিএ-র কড়া পদক্ষেপ: আকাসা এয়ারের সিনিয়র পাইলটের পরীক্ষকের অনুমোদন স্থগিত

পুবের কলম ওয়েবডেস্ক: পাইলট প্রশিক্ষণে বেনিয়ম। টাটাগ্রুপের মালিকানাধীন এয়ার এশিয়াকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

আরও পড়ুন: তথ্যে গাফিলতি, ইন্ডিগোকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের  (ডিজিসিএ)বিবৃতি অনুসারে, আটজন  মনোনীত পরীক্ষকের (ডিই) প্রত্যেককে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য  করার পাশাপাশি তিন মাসের জন্য এয়ারলাইন্সের  প্রশিক্ষণ প্রধানকে তার পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাইলটের মহিলা বন্ধু ককপিটে কেন, ডিজিসিএ-র নোটিশ এয়ার ইন্ডিয়াকে

 

 

পাইলটের দক্ষতা যাচাই, যান্ত্রিক  রেটিং পরীক্ষার ক্ষেত্রে এয়ার এশিয়া নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। টাটার কোন বিমানসংস্তার বিরুদ্ধে মাত্র একমাসের মধ্যে তৃতীয় কোন পদক্ষেপ এটা।

এয়ার এশিয়ার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ডিজিসিএর নির্দেশ তাঁরা পর্যালোচনা করে দেখছেন। প্রয়োজনে এই শাস্তির বিরুদ্ধে জানানো হবে আবেদনও। এয়ারএশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা স্বীকার করছি যে ২০২২ সালের নভেম্বর মাসে  পাইলট প্রশিক্ষণ অনুশীলনের সময়  কিছু সমস্যা সামনে আসে। ডিজিসিএ-এর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে ফাঁকফোকর মিটিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম আমরা”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাইলট প্রশিক্ষণে বেনিয়ম, এয়ার এশিয়াকে ২০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-এর  

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

 

আরও পড়ুন: ডিজিসিএ-র কড়া পদক্ষেপ: আকাসা এয়ারের সিনিয়র পাইলটের পরীক্ষকের অনুমোদন স্থগিত

পুবের কলম ওয়েবডেস্ক: পাইলট প্রশিক্ষণে বেনিয়ম। টাটাগ্রুপের মালিকানাধীন এয়ার এশিয়াকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

আরও পড়ুন: তথ্যে গাফিলতি, ইন্ডিগোকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের  (ডিজিসিএ)বিবৃতি অনুসারে, আটজন  মনোনীত পরীক্ষকের (ডিই) প্রত্যেককে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য  করার পাশাপাশি তিন মাসের জন্য এয়ারলাইন্সের  প্রশিক্ষণ প্রধানকে তার পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাইলটের মহিলা বন্ধু ককপিটে কেন, ডিজিসিএ-র নোটিশ এয়ার ইন্ডিয়াকে

 

 

পাইলটের দক্ষতা যাচাই, যান্ত্রিক  রেটিং পরীক্ষার ক্ষেত্রে এয়ার এশিয়া নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। টাটার কোন বিমানসংস্তার বিরুদ্ধে মাত্র একমাসের মধ্যে তৃতীয় কোন পদক্ষেপ এটা।

এয়ার এশিয়ার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ডিজিসিএর নির্দেশ তাঁরা পর্যালোচনা করে দেখছেন। প্রয়োজনে এই শাস্তির বিরুদ্ধে জানানো হবে আবেদনও। এয়ারএশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা স্বীকার করছি যে ২০২২ সালের নভেম্বর মাসে  পাইলট প্রশিক্ষণ অনুশীলনের সময়  কিছু সমস্যা সামনে আসে। ডিজিসিএ-এর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে ফাঁকফোকর মিটিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম আমরা”।