নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার তালিকা থেকে কলেজিয়াম বুধবার হাইকোর্টের অন্যতম প্রবীন বিচারপতি আকিল আব্দুলহামিদ কুরেশির নাম বাদ দিয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। আর এফ নরিম্যানের অবসর নেওয়ার পর এই কলেজিয়াম নয়জন মুখ্য বিচারপতি ও বিচারপতিকে ছাড়পত্র দিয়েছে। জানা গেছে, বিচারপতি নরিম্যান যখন এই কলেজিয়ামে ছিলেন তখন তিনি কুরেশির নাম সুপারিশ করেছিলেন। ১২ আগস্ট এদিকে, বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন গুজরাতের গৃহমন্ত্রী ছিলেন তখন সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় তাঁকে সিবিআই হেফাজতে পাঠিয়েছিলেন। তাই কি বিচারপতি নরিম্যানের সুপারিশ সত্ত্বেও তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হল পুরনো ‘প্রতিহিংসা’ চরিতার্থ করতে? বিশেষজ্ঞ মহলে ঘোরাঘুরি করছে এমনই প্রশ্ন।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অমিত শাহকে ‘শাস্তি’ দিয়েছিলেন, সুপ্রিম কোর্টে উন্নীত করা হল না বিচারপতি কুরেশিকে
-
সুস্মিতা - আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার
- 43
ট্যাগ :
Amit Shah was 'punished'
সর্বধিক পাঠিত




























