০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 104

পুবের কলম ওয়েবডেস্ক: সপ্তাহজুড়ে ব্যাপক বৃষ্টির জেরে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ।

এই ঘটনায় শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয়রা উদ্ধারকর্মীদের সঙ্গে উদ্ধারের কাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে গেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে।

সাও পাওলোর পূর্ব উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এরপর পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথরের স্রোতের কারণে ৭৫০ জনেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছিল দেশটির সরকার।

সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় আড়াই হাজার মানুষ এখনও ঘরছাড়া রয়েছেন। সাও সেবাস্তিয়াও শহরে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহরটি পরিদর্শন করেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সপ্তাহজুড়ে ব্যাপক বৃষ্টির জেরে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ।

এই ঘটনায় শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয়রা উদ্ধারকর্মীদের সঙ্গে উদ্ধারের কাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে গেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে।

সাও পাওলোর পূর্ব উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এরপর পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথরের স্রোতের কারণে ৭৫০ জনেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছিল দেশটির সরকার।

সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় আড়াই হাজার মানুষ এখনও ঘরছাড়া রয়েছেন। সাও সেবাস্তিয়াও শহরে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহরটি পরিদর্শন করেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।