০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধের দাবিতে ভোটাভুটি রাষ্ট্রসংঘে

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের  দাবিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে বেশিরভাগ ভোট পড়েছে যুদ্ধের বিপক্ষে। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বসে সদস্য রাষ্ট্রগুলো। যুদ্ধ বন্ধ, ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার, ইউক্রেনের ভূমি ফিরিয়ে দেওয়াসহ বেশকিছু বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। চিন ও ভারতসহ ৩২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাত দেশ। এই দেশগুলোই মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়াকে প্রয়োজনীয় অর্থনৈতিক বা কূটনৈতিক সহায়তা দিচ্ছে। প্রস্তাবনায় দুই দেশের মধ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে থাকা সদস্যদের মধ্যে ইউক্রেনের শক্তিশালী মিত্ররা রয়েছে। তারাই রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, কানাডা এবং পোল্যান্ড।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ বন্ধের দাবিতে ভোটাভুটি রাষ্ট্রসংঘে

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের  দাবিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে বেশিরভাগ ভোট পড়েছে যুদ্ধের বিপক্ষে। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বসে সদস্য রাষ্ট্রগুলো। যুদ্ধ বন্ধ, ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার, ইউক্রেনের ভূমি ফিরিয়ে দেওয়াসহ বেশকিছু বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। চিন ও ভারতসহ ৩২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাত দেশ। এই দেশগুলোই মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়াকে প্রয়োজনীয় অর্থনৈতিক বা কূটনৈতিক সহায়তা দিচ্ছে। প্রস্তাবনায় দুই দেশের মধ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে থাকা সদস্যদের মধ্যে ইউক্রেনের শক্তিশালী মিত্ররা রয়েছে। তারাই রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, কানাডা এবং পোল্যান্ড।