৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বদল আফগান ক্রিকেট বোর্ডে, নয়া চেয়ারম্যান পদে ফের এলেন আজিজুল্লাহ ফাজলি

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তান এখন তালিবানি নিয়ন্ত্রণে। দু’দশক পর ফের সেই দেশের শাসন ক্ষমতার শীর্ষে তারা। তাই সেদেশের ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে ঘোরতর অনিশ্চয়তা।
দেশটির ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি আশ্বস্ত করেছেন, চিন্তার কোনো কারণ নেই। তালিবানরা ক্রিকেট ভালোবাসে।
জানা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে ফের বসানো হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগান ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, এখন থেকে ফাজলির নেতৃত্বেই ক্রিকেট বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলোর বিষয়ে তিনিই দেখভাল করবেন।
ফাজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব ছিলেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবির চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফাজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের, সৌদি আল্টিমেটামের আগেই ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বদল আফগান ক্রিকেট বোর্ডে, নয়া চেয়ারম্যান পদে ফের এলেন আজিজুল্লাহ ফাজলি

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তান এখন তালিবানি নিয়ন্ত্রণে। দু’দশক পর ফের সেই দেশের শাসন ক্ষমতার শীর্ষে তারা। তাই সেদেশের ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে ঘোরতর অনিশ্চয়তা।
দেশটির ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি আশ্বস্ত করেছেন, চিন্তার কোনো কারণ নেই। তালিবানরা ক্রিকেট ভালোবাসে।
জানা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে ফের বসানো হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগান ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, এখন থেকে ফাজলির নেতৃত্বেই ক্রিকেট বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলোর বিষয়ে তিনিই দেখভাল করবেন।
ফাজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব ছিলেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবির চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফাজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।