০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কামানের গোলা ছুড়ে ইফতারের সময় জানাবে দুবাই

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার
  • / 162

পুবের কলম,ওয়েবডেস্ক: রমযান মাসে ইফতারের সময় জানাতে একসঙ্গে আটটি কামান থেকে গোলা ছুড়বে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। দেশটিতে চাঁদ দেখার উপর নির্ভর করে বুধবার বা বৃহস্পতিবার থেকে এই পবিত্র মাস শুরু হতে যাচ্ছে। ইফতারের সময় জানান দিতে গোলাবর্ষণের জন্য দুবাই পুলিশ আমিরাতের বিভিন্ন অংশে ৮টি কামান স্থাপন করেছে। এসব কামানের মধ্যে সাতটি কামান নির্দিষ্ট স্থানে স্থাপিত (ফিক্সড) এবং অন্যটি ভ্রাম্যমাণ কামান। ভ্রাম্যমাণ এই কামানটি পবিত্র রমযান মাসজুড়ে দুবাইয়ের ১৫টি এলাকায় ভ্রমণ করবে। ১৯৬০-এর দশকের শুরু থেকে আমিরাতে ইফতারের সময় জানান দিতে কামান থেকে গোলাবর্ষণ রমযানের একটি জনপ্রিয় ঐতিহ্য হয়ে উঠেছে। পবিত্র এই মাসে প্রতিদিনই দিনের শেষে রোযার সমাপ্তি এবং ইফতার শুরু করার ঘোষণা দিতে কামান থেকে একটি করে গোলাবর্ষণ করা হয়। এছাড়া রমযান মাস শুরুর সময় এবং ঈদের সূচনা তথা চাঁদ দেখা গেলে দু’টি করে গোলাবর্ষণ করা হয়। মেজর জেনারেল আল-গাইথির দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলাবর্ষণের জন্য নির্বাচিত প্রতিটি এলাকায় একজন কর্মী নিযুক্ত করা হয়েছে। এ বছর দুবাই এক্সপো সিটি, বুর্জ খলিফা, আপটাউন, মদিনাত জুমেইরাহ, ফেস্টিভাল সিটি, দামাক এবং হাত্তা ইন-সহ আমিরাতজুড়ে সাতটি স্থানে কামান স্থাপন করেছে দুবাই পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কামানের গোলা ছুড়ে ইফতারের সময় জানাবে দুবাই

আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: রমযান মাসে ইফতারের সময় জানাতে একসঙ্গে আটটি কামান থেকে গোলা ছুড়বে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। দেশটিতে চাঁদ দেখার উপর নির্ভর করে বুধবার বা বৃহস্পতিবার থেকে এই পবিত্র মাস শুরু হতে যাচ্ছে। ইফতারের সময় জানান দিতে গোলাবর্ষণের জন্য দুবাই পুলিশ আমিরাতের বিভিন্ন অংশে ৮টি কামান স্থাপন করেছে। এসব কামানের মধ্যে সাতটি কামান নির্দিষ্ট স্থানে স্থাপিত (ফিক্সড) এবং অন্যটি ভ্রাম্যমাণ কামান। ভ্রাম্যমাণ এই কামানটি পবিত্র রমযান মাসজুড়ে দুবাইয়ের ১৫টি এলাকায় ভ্রমণ করবে। ১৯৬০-এর দশকের শুরু থেকে আমিরাতে ইফতারের সময় জানান দিতে কামান থেকে গোলাবর্ষণ রমযানের একটি জনপ্রিয় ঐতিহ্য হয়ে উঠেছে। পবিত্র এই মাসে প্রতিদিনই দিনের শেষে রোযার সমাপ্তি এবং ইফতার শুরু করার ঘোষণা দিতে কামান থেকে একটি করে গোলাবর্ষণ করা হয়। এছাড়া রমযান মাস শুরুর সময় এবং ঈদের সূচনা তথা চাঁদ দেখা গেলে দু’টি করে গোলাবর্ষণ করা হয়। মেজর জেনারেল আল-গাইথির দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলাবর্ষণের জন্য নির্বাচিত প্রতিটি এলাকায় একজন কর্মী নিযুক্ত করা হয়েছে। এ বছর দুবাই এক্সপো সিটি, বুর্জ খলিফা, আপটাউন, মদিনাত জুমেইরাহ, ফেস্টিভাল সিটি, দামাক এবং হাত্তা ইন-সহ আমিরাতজুড়ে সাতটি স্থানে কামান স্থাপন করেছে দুবাই পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী