১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি 

পারিজাত মোল্লাঃ বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল  সুপ্রিম কোর্টে। মঙ্গলবার  শুনানি হওয়ার কথা ছিল। এদিন তা হয়নি। সুপ্রিম কোর্ট  জানিয়েছে,  ‘আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে’।

প্রসঙ্গত জানুয়ারি মাস থেকে ডিএ মামলার শুনানি  ক্রমশ পিছিয়েই যাচ্ছে বিভিন্ন কারণে। এদিন অবশ্য দীর্ঘ শুনানির আশঙ্কা করে অন্য মামলাগুলি শোনা হয়েছিল সংশ্লিষ্ট নুতন ডিভিশন বেঞ্চে। প্রথমে ঠিক ছিল ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু এদিনও স্থগিত হয়ে গেল ডিএ মামলার শুনানি।

আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। তারপর বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। তবে গত সোমবার বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

এর ফলে ফের নতুন বেঞ্চ গঠন হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে নতুন বেঞ্চ গঠন হয়। সেখানেই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের দিকে  তাকিয়ে ছিল  কলকাতার শহিদ মিনারের আন্দোলন মঞ্চ সহ রাজ্যবাসী। কিন্তু তা হল না এদিন।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে প্রায় চার মাস আগে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। তার পর থেকে বিভিন্ন কারণে মামলা পিছিয়েই চলেছে।

যেভাবে মামলা বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে যাচ্ছে, সেখানে আগামী ১১ এপ্রিল আদৌও কোন চুড়ান্ত রায় প্রকাশ পাবে কিনা?  তা নিয়ে দোটানায় রয়েছেন অনেকেই।

সর্বধিক পাঠিত

বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, পরামর্শদাতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক অক্লান্ত কর্মী ড: মুহাম্মদ মনজুর আলম ইন্তেকাল করেছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি 

আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার

পারিজাত মোল্লাঃ বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল  সুপ্রিম কোর্টে। মঙ্গলবার  শুনানি হওয়ার কথা ছিল। এদিন তা হয়নি। সুপ্রিম কোর্ট  জানিয়েছে,  ‘আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে’।

প্রসঙ্গত জানুয়ারি মাস থেকে ডিএ মামলার শুনানি  ক্রমশ পিছিয়েই যাচ্ছে বিভিন্ন কারণে। এদিন অবশ্য দীর্ঘ শুনানির আশঙ্কা করে অন্য মামলাগুলি শোনা হয়েছিল সংশ্লিষ্ট নুতন ডিভিশন বেঞ্চে। প্রথমে ঠিক ছিল ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু এদিনও স্থগিত হয়ে গেল ডিএ মামলার শুনানি।

আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। তারপর বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। তবে গত সোমবার বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

এর ফলে ফের নতুন বেঞ্চ গঠন হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে নতুন বেঞ্চ গঠন হয়। সেখানেই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের দিকে  তাকিয়ে ছিল  কলকাতার শহিদ মিনারের আন্দোলন মঞ্চ সহ রাজ্যবাসী। কিন্তু তা হল না এদিন।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে প্রায় চার মাস আগে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। তার পর থেকে বিভিন্ন কারণে মামলা পিছিয়েই চলেছে।

যেভাবে মামলা বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে যাচ্ছে, সেখানে আগামী ১১ এপ্রিল আদৌও কোন চুড়ান্ত রায় প্রকাশ পাবে কিনা?  তা নিয়ে দোটানায় রয়েছেন অনেকেই।