০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণপুরে শ্বাসরোধে মাকে খুন, থানায় আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 51

পুবের কলম প্রতিবেদক: ক্রোধের বশে গলাটিপে মাকে হত্যা করল যুবক। থানায় গিয়ে আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের। মর্মান্তিক সেই ঘটনার বিবরণ শুনে প্রথমে আঁতকে ওঠেন নারায়ণপুর থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।

সেখানে বসিয়ে রেখে রাতেই থানার অদূরে ঘটনাস্থল অর্থাৎ যুবকের পূর্বাচলে ২১ লেনের বাড়িতে যান পুলিশ। সেই বাড়ি থেকেই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম লক্ষ্মী সাঁতরা (৪৯)। আর মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে গ্রেফতার গৃহবধূর গুণধর ছেলে। তার নাম সোমনাথ সাঁতরা (৩০)।

কি ক্রোধের বশে মাকে খুন করল ছেলে? তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, পরিবারের আর্থিক অনটনের জেরেই মর্মান্তিক এই খুনের ঘটনাটি ঘটিয়েছে সে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিল সোমনাথ।

আর্থিক অনটনে প্রায়শই স্ত্রী ও মায়ের সঙ্গে ঝামেলা লেগে থাকতো। সেই বিবাদের জেরে যুবকের স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সোমবার রাতে ওই একই কারণে যুবক ও তার মা লক্ষ্মীদেবীর মধ্যে বচসা লাগে। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারায়ণপুরে শ্বাসরোধে মাকে খুন, থানায় আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ক্রোধের বশে গলাটিপে মাকে হত্যা করল যুবক। থানায় গিয়ে আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের। মর্মান্তিক সেই ঘটনার বিবরণ শুনে প্রথমে আঁতকে ওঠেন নারায়ণপুর থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।

সেখানে বসিয়ে রেখে রাতেই থানার অদূরে ঘটনাস্থল অর্থাৎ যুবকের পূর্বাচলে ২১ লেনের বাড়িতে যান পুলিশ। সেই বাড়ি থেকেই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম লক্ষ্মী সাঁতরা (৪৯)। আর মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে গ্রেফতার গৃহবধূর গুণধর ছেলে। তার নাম সোমনাথ সাঁতরা (৩০)।

কি ক্রোধের বশে মাকে খুন করল ছেলে? তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, পরিবারের আর্থিক অনটনের জেরেই মর্মান্তিক এই খুনের ঘটনাটি ঘটিয়েছে সে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিল সোমনাথ।

আর্থিক অনটনে প্রায়শই স্ত্রী ও মায়ের সঙ্গে ঝামেলা লেগে থাকতো। সেই বিবাদের জেরে যুবকের স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সোমবার রাতে ওই একই কারণে যুবক ও তার মা লক্ষ্মীদেবীর মধ্যে বচসা লাগে। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।