পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা কালেও তুরস্ক ভ্রমণে আগ্রহ বাড়ছে বিদেশি পর্যটকদের। চলতি বছরের প্রথম সাত মাসে প্রায় এক কোটি পর্যটক পা রেখেছেন সেই দেশে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর আগে ২০২০ সালে করোনার মধ্যে তুরস্ক ভ্রমণ করেছিল ১ কোটি ২৭ লাখ মানুষ। তার আগের বছর (২০১৯ সালে) দেশটিতে ভ্রমণ করেছিল প্রায় দুই কোটি মানুষ। তুর্কি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সফরে যাওয়া পর্যটকদের মধ্যে সর্বোচ্চ ৩৮ লাখ ৫০ হাজার মানুষ ইস্তাম্বুল শহর ভ্রমণ করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিসোর্ট নগরী বলে খ্যাত আনতালিয়া। গত সাত মাসে সেখানে ভ্রমণকারীর সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার। এছাড়া বুলগেরিয়া ও গ্রিস সীমান্ত সংলগ্ন এডিরন শহরটি ঘুরে দেখেছেন ১২ লাখ ২০ হাজার মানুষ।
০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
করোনাকালেও গত সাত মাসে তুরস্কে পা রেখেছেন এক কোটি পর্যটক
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- 77
ট্যাগ :
One crore touristsTurkey
সর্বধিক পাঠিত






















