০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচারের পর গর্ভপাতের ওষুধেও নিষেধাজ্ঞা মার্কিন আদালতের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্কঃ গর্ভপাত করানোর জন্য অস্ত্রোপচারের পর এবার গর্ভপাতের ওষুধের উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকার আদালত। স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের আদালতের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়, মাইফপ্রিস্টন নামে ওই ওষুধটি সাময়িকভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আমেরিকার অন্তত ৫৩ শতাংশ গর্ভপাতের ক্ষেত্রে এই ওষুধটিই ব্যবহার করা হয়। তবে এই রায় প্রকাশের এক ঘণ্টা পরেই ওয়াশিংটনের প্রাদেশিক আদালত জানিয়ে দেয়, ১৭টি প্রদেশে এই নির্দেশ কার্যকরী হবে না।

গত বছরেই মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, পঞ্চাশ বছরের পুরনো গর্ভপাতের আইন এবার বাতিল করে দেওয়া হবে। আর আইনি বৈধতা পাবে না গর্ভপাত। এই রায়ের বিরোধিতা করে প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিত্বরা। তারপরে অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে নির্দেশ দেয় কয়েকটি প্রাদেশিক আদালত। গর্ভপাত করাতে না পেরে অসুস্থও হয়ে পড়েন বহু নারী। প্রশাসনের বিরুদ্ধে একজোট হয়ে মামলাও করেন তারা। এহেন পরিস্থিতিতে ফের গর্ভপাত বিরোধী রায় দিল টেক্সাসের প্রাদেশিক আদালত।

আরও পড়ুন: শুল্কনীতি অবৈধ, মার্কিন আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে গর্ভপাতের ওষুধ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিল। তার শুনানিতেই বিচারক জানিয়ে দেন, মাইফপ্রিস্টন উৎপাদনের অনুমতির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মার্কিন ইতিহাসে এর আগে কোনো ওষুধের উপর এমন নিষেধাজ্ঞা চাপানো হয়নি।

আরও পড়ুন: বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

আরও পড়ুন: বিশ্বকাপে নিজের দেশে সমর্থকদের নিষিদ্ধ করল আর্জেন্টিনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচারের পর গর্ভপাতের ওষুধেও নিষেধাজ্ঞা মার্কিন আদালতের

আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ গর্ভপাত করানোর জন্য অস্ত্রোপচারের পর এবার গর্ভপাতের ওষুধের উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকার আদালত। স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের আদালতের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়, মাইফপ্রিস্টন নামে ওই ওষুধটি সাময়িকভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আমেরিকার অন্তত ৫৩ শতাংশ গর্ভপাতের ক্ষেত্রে এই ওষুধটিই ব্যবহার করা হয়। তবে এই রায় প্রকাশের এক ঘণ্টা পরেই ওয়াশিংটনের প্রাদেশিক আদালত জানিয়ে দেয়, ১৭টি প্রদেশে এই নির্দেশ কার্যকরী হবে না।

গত বছরেই মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, পঞ্চাশ বছরের পুরনো গর্ভপাতের আইন এবার বাতিল করে দেওয়া হবে। আর আইনি বৈধতা পাবে না গর্ভপাত। এই রায়ের বিরোধিতা করে প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিত্বরা। তারপরে অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে নির্দেশ দেয় কয়েকটি প্রাদেশিক আদালত। গর্ভপাত করাতে না পেরে অসুস্থও হয়ে পড়েন বহু নারী। প্রশাসনের বিরুদ্ধে একজোট হয়ে মামলাও করেন তারা। এহেন পরিস্থিতিতে ফের গর্ভপাত বিরোধী রায় দিল টেক্সাসের প্রাদেশিক আদালত।

আরও পড়ুন: শুল্কনীতি অবৈধ, মার্কিন আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে গর্ভপাতের ওষুধ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিল। তার শুনানিতেই বিচারক জানিয়ে দেন, মাইফপ্রিস্টন উৎপাদনের অনুমতির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মার্কিন ইতিহাসে এর আগে কোনো ওষুধের উপর এমন নিষেধাজ্ঞা চাপানো হয়নি।

আরও পড়ুন: বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

আরও পড়ুন: বিশ্বকাপে নিজের দেশে সমর্থকদের নিষিদ্ধ করল আর্জেন্টিনা